নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
চায়ের পেয়ালা থেকে
কুন্ডলী পাঁকিয়ে উড়ে যায় কিছু ধোঁয়া
খানিক পরেই মিলিয়ে যায়
শূন্যতায়!
মনের গহীন থেকে
অগোচরে বের হয়ে যায় কিছু ইচ্ছে ঘুড়ি
দীর্ঘশ্বাস হয়ে মিলিয়ে যায়
সপ্তাকাশে।
রঙিন সেই ঘুড়িগুলো
স্বপ্ন হয়ে থিতু হয়ে যায় মেঘের কোলে।
কোন এক শাওন রাতে আবার ফিরে আসে
বৃষ্টি হয়ে!
ঢাকা
০৮ মে ২০২০
০৮ ই মে, ২০২০ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
২| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২৭
সাইন বোর্ড বলেছেন: বেশ ভাল, এক ঝলক অনুভব !
০৮ ই মে, ২০২০ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত।
৩| ০৮ ই মে, ২০২০ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
মানুষের মন বিচিত্র, সময় সময় আগের ভাবনাগুলো ভাবনা হয়ে, কিংবা ভাস্তব হয়ে ফিরে আসে।
০৯ ই মে, ২০২০ সকাল ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: স্বপ্ন ও বাস্তবের মিশেল ভাবনা নিয়েই মানুষের জীবন।
৪| ০৮ ই মে, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
০৯ ই মে, ২০২০ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই মে, ২০২০ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
টাইপো:
মানুষের মন বিচিত্র, সময় সময় আগের ভাবনাগুলো ভাবনা হয়ে, কিংবা *বাস্তব হয়ে ফিরে আসে।
০৯ ই মে, ২০২০ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: জ্বী, বুঝতে পেরেছি। ধন্যবাদ।
৬| ০৮ ই মে, ২০২০ রাত ১০:৪৭
ডার্ক ম্যান বলেছেন: আপনার কবিতাটি পড়ে পুরানো গানের কথা মনে পড়লো ।
https://www.youtube.com/watch?v=KJ54bq91NhY
২০০৭ সালের মাঝামাঝি এই গানটি প্রায় শুনতাম অডিও ভার্সন
০৯ ই মে, ২০২০ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতাটি আপনাকে এই গানটির কথা মনে করিয়ে দিয়েছে জেনে প্রীত হ'লাম।
৭| ০৮ ই মে, ২০২০ রাত ১১:৩০
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ভাই,
চমৎকার একটি কবিতা পড়লাম ।আপনার সেই রঙিন
ঘুড়ি গুলোর মত আমাদের কাছেও আগের সেই জীবনটা
ফিরে আসুক এই অদৃশ্য রোগ থেকে ।
শুভকামনা জানবেন।
০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার সেই রঙিন ঘুড়ি গুলোর মত আমাদের কাছেও আগের সেই জীবনটা ফিরে আসুক এই অদৃশ্য রোগ থেকে - তাই হোক, এই অদৃশ্য ভাইরাস থেকে সারা বিশ্ব অচিরেই মুক্তি পাক!
কবিতায় এ যাবত পাওয়া প্রথম এবং একমাত্র প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, মাহে রমজানের শুভেচ্ছা---
৮| ০৯ ই মে, ২০২০ সকাল ১০:৩৮
জাফরুল মবীন বলেছেন: আপনার কবিতা পাঠ করতে করতে সেলিন ডিওনের একটা গানের কথা মনে পড়ে গেল যেটা আমি মাঝে মাঝেই শুনে থাকি।আপনার কবিতা পাঠের হাদিয়া হিসাবে পাঠিয়ে দিলাম
Celine Dion - It's All Coming Back To ME Now
০৯ ই মে, ২০২০ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: সেলিন ডিওন এর গানটির লিঙ্ক পাঠানোর জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
৯| ১৭ ই মে, ২০২০ ভোর ৫:২০
মুহাম্মাদ তরিক বলেছেন: মুগ্ধতা জানবেন।
১৭ ই মে, ২০২০ দুপুর ২:০৯
খায়রুল আহসান বলেছেন: মুগ্ধতা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
একই মন্তব্য হয়তো ভুলক্রমে দু'বার পোস্ট হয়েছে। পরেরটা মুছে দিলাম।
১০| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
কবিতার গন্ধ মাখিয়ে একটা কবিতার ইচ্ছেঘুড়ি উড়িয়ে দিয়েছেন ধোঁয়ায় । সে ইচ্ছেঘুড়ির ইচ্ছেগুলো আবার নেমে এসেছে মাটিতে অজস্র বৃষ্টিধারা হয়ে।
কবিতার মতো একটি কবিতা পড়ে নীচের উর্দু কবিতাটির কথা আমার মনে হতেই পারে --
“ম্যায়নে হাওয়া কো এক মেসেজ দিয়া
উও হাওয়া ঝুমতি হুয়ি বাদল কি পাস গ্যায়ী
আউর মেরা মেসেজ বাদল কো দে দিয়া
আউর ও বরস নে লাগা
গিরনেওয়ালী হর বুন্দ সে আওয়াজ আঁয়ি “আই মিস য়্যু।”
২৩ শে মে, ২০২০ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এত সুন্দর একটি মন্তব্য এখানে রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, আহমেদ জী এস। সেই সাথে উর্দু কবিতাংশটি একটি বাড়তি পাওয়া।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত। ঈদের শুভেচ্ছা জানবেন, ঈদ মুবারক!
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ৮:১২
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা ।