নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মায়াময় ভুবন

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯

এ পৃথিবীটা বড় মায়াময়!
উদাসী মায়ায় বাঁধা মানুষ তন্ময়,
অভিনিবিষ্ট হয়ে তাকায় প্রকৃতির পানে,
মায়ার ইন্দ্রজাল দেখে ছড়ানো সবখানে।

বটবৃক্ষের ছায়ায়, প্রজাপতির ডানায়,
পাখির কাকলিতে, মেঘের আনাগোনায়,
সবখানে মায়া ছড়িয়ে আছে, সবখানে
হিংসা বিদ্বেষ আছে শুধু মানুষের মনে।

ভালবাসা থেকেই কি হয় মায়ার সৃষ্টি,
নাকি মায়া থেকেই ঝরে ভালবাসার বৃষ্টি?
এই প্রশ্নে কেহ কেহ দ্বিধাহীন মনে
মায়াকেই স্থান দেন ঊর্ধ্ব আসনে।

সংসারে, পরিবারে, চতুর্দিকে মায়া
তবুও যায়না বাঁধা মানুষের কায়া।
একে একে সবাই কোথা চলে যায়,
স্মৃতি শুধু রয়ে যায় হেথায় হোথায়!

(মাত্র কয়েকমাস আগে বিপত্নীক হওয়া আমার এক বন্ধুর বাসা থেকে ফিরে এসে ......)


ঢাকা
২৮ নভেম্বর ২০২০

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর এবং সত্য কথন

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রকৃতি ও প্রেমের কবিতাটি পড়ে বেশ ভাল লেগেছে আমার।
আপনার অন্যান্য লেখাগুলোও পড়ার ইচ্ছা আছে আমার। সময় সুযোগ পেলে পড়ে যাব।
আপনার জন্য শুভ কামনা।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। অন্যান্য লেখাগুলোও পড়ার ইচ্ছা ব্যক্ত করায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা নিরন্তর....

৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

রামিসা রোজা বলেছেন:
কিছু মানুষের জীবন সংসার এই মায়া ও ভালবাসা দিয়েই
আবদ্ধ , তাঁরা আসলেই খুব সৌভাগ্যবান ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুর পরিবারকে
শোক সইবার ক্ষমতা দান করুন ।

মায়াময় কবিতা খুব চমৎকার হয়েছে ।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: 'তাঁরা আসলেই খুব সৌভাগ্যবান' - দ্বিমতের অবকাশ নেই! তবে মায়ার ছোঁয়া সবখানে থাকলেও অনেক সময় চোখে পড়ে না।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। দোয়ার জন্য অশেষ ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:

আমার ব্যক্তিগত ধারণা মায়ার মতো এতো শক্ত বাধন পৃথিবীতে আর নেই। ভালোবাসার বাধন ছিড়ে যায় কিন্তু মায়ার বাধন না কখনো ছিড়ে আর না কখনো ছিড়বে।

যারা চলে গেছেন অজানা পথে, আমার শুধু এইটুকুই বলা - আমি আমরাও একই পথের যাত্রী। অপেক্ষায় আছি মাত্র। কবিতায় মনের আর্দ্রতা মিশ্রিত ভালোলাগা জানবেন। +++

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: "মায়ার মতো এতো শক্ত বাধন পৃথিবীতে আর নেই। ভালোবাসার বাধন ছিড়ে যায় কিন্তু মায়ার বাধন না কখনো ছিড়ে আর না কখনো ছিড়বে" - আপনার এ ধারণার সাথে একমত।
ছবিটা কথা বলছে। কিন্তু কী বলছে??
কবিতায় মনের আর্দ্রতা মিশ্রিত ভালোলাগা জানবেন - জানলাম, এবং জেনে খুবই প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

৫| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ মায়ার বাঁধনেই যত জ্বলা, যত খেলা
যত সৃজন, সৃষ্টি, কাঁদন- বেদন
মায়ার বাঁধন ছিড়লে কেউ
হয় সে অমানুষ হবে নয় মহামানব!

কবিতায় ++++

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: "মায়ার বাঁধন ছিড়লে কেউ
হয় সে অমানুষ হবে নয় মহামানব" - বাহ, বেশ সুন্দর বলেছেন কথাটা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!

৬| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা। একদিন সব মায়া ত্যাগ করে যেতে সবে মাটির ঘরে সবাইকে

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। ধ্রুব সত্য কথা

৭| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: মৃত্যু বড় কঠিন ব্যাপার।
পরিচিত অপরিচিত প্রতিটা মৃত্যু আমাকে ভাবায়, কষ্ট দেয়, কাদায়।
সুন্দর কবিতা লিখেছেন। মন ছুঁয়ে গেলো।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।

৮| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মেহবুবা বলেছেন: এখানেও এক মায়াময় পরিবেশ।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: 'এখানেও' বলতে কি আপনি এই ব্লগকে বুঝিয়েছেন?

৯| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



যাদের হৃদয়ে মানুষের জন্য, প্রকৃতির জন্য ভালোবাসা ও মায়া আছে, তাদের পৃথিবীটা আলাদা

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: "যাদের হৃদয়ে মানুষের জন্য, প্রকৃতির জন্য ভালোবাসা ও মায়া আছে, তাদের পৃথিবীটা আলাদা" - চমৎকার বলেছেন এ কথাটা। ধন্যবাদ।

১০| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবিটা কথা বলছে। কিন্তু কী বলছে??

সাগরে তীরের বালিতে একটি শিশুর হাতের ছাপ, হয়তো ৩০-১২০ মিনিটে সাগরের পানিতে হাতের ছাপটি মুছে যাবে। কিন্তু একজন পিতার বুক হতে সন্তানের হাতের ছাপ কখনো মুছে যায় না। এই মায়ার বাঁধনে সম্রাট বাবর তার পুত্র হুমায়ূনের জন্য আত্মত্যগ করেছেন।

ছবিটির কথা জানতে চেয়েছেন জেনে ভালো লাগছে। সত্যি সত্যি ভালো লাগছে। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।


৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: "কিন্তু একজন পিতার বুক হতে সন্তানের হাতের ছাপ কখনো মুছে যায় না। এই মায়ার বাঁধনে সম্রাট বাবর তার পুত্র হুমায়ূনের জন্য আত্মত্যগ করেছেন" - ছবিটা সম্পরকে বলতে গিয়ে এমন চমৎকার দুটো বাক্য বলে গেলেন, অভিভূত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা! +

১১| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:১৪

মিরোরডডল বলেছেন:



কবিতার প্রতিটি কথা সো ট্রু ।

আসলেই এই পৃথিবীটা অনেক মায়াময় । প্রতিনিয়ত আমরা প্রিয় মানুষগুলোর সাথে, আশেপাশের যা কিছু প্রিয় তার সাথে মায়ার বাঁধনে জড়িয়ে যাই । আর প্রকৃতি সেতো এমনই এক মায়াজাল রহস্য যা সবচেয়ে বেশী আকর্ষণ করে ।

ভালোবাসা থেকে মায়ার সৃষ্টি কিনা জানিনা , আমার মনে হয় ভালোবাসারই অপর নাম মায়া । ভালোবাসা কি ? একটা অনুভূতি । সেই অনুভূতিটাই মায়া যেটা ছেড়ে যেতে কষ্ট হয় । যে চলে যায় তার কষ্ট, আবার যাদের প্রিয়জনকে হারাতে হয় তাদেরও কষ্ট ।

একে একে সবাই যায়, যাচ্ছে । আমরা সবাইও চলে যাবো কেউ আগে আর পরে । কিন্তু মায়া থেকে যাবে ।


৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: "আর প্রকৃতি সেতো এমনই এক মায়াজাল রহস্য যা সবচেয়ে বেশী আকর্ষণ করে" - সত্য বলেছেন। প্রকৃতি মাতা সকল মায়ার উৎস। আর তার থেকেই মায়া করা শিখে নেয় অন্যান্য সকল প্রজাতির মাতৃকূল।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

১২| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




খায়রুল আহসান ভাই,
পৃথিবী ক্ষণস্থায়ী জানি। কিন্তু আমরা বেঁচে থাকবো আমাদের জেনারেশনে অনন্তকাল। “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে ” - একেই হয়তো বলে মায়া, এই মায়াতে প্রতিটি শিশু তার পিতাকে বহন করেন অনন্তকাল।

পৃথিবীর প্রতিটি মানুষের মাঝে মায়ার বন্ধন হোক অটুট, নির্মল আর এই কামনা করে আপনার কবিতায় আবারও ভালোলাগা জানিয়ে যাচ্ছি - ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবীর প্রতিটি মানুষের মাঝে মায়ার বন্ধন হোক অটুট, নির্মল" - আপনার এই শুভকামনা সত্য হোক!
পুনঃমন্তব্যের জন্য আবারো ধন্যবাদএবং শুভেচ্ছা!!

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

মনিরা সুলতানা বলেছেন: যাবার বেলায় মায়া টুকু ই প্রাপ্তি
মায়া জড়াই বলেই বেঁচে থাকা আনন্দের হয়।

০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর বলেছেন কথাগুলো। আমার কাছে 'মায়া' কথাটাকেই মায়ের প্রতিভূ বলে মনে হয়। মায়া প্রেম ভালবাসার, স্নেহ মমতার প্রসূতি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ভাল আছেন আশা করি।
শুভকামনা---

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




জীবনটাই হলো এক কুহকী মায়া। এর ডালপালা যতো ছড়াবে ততোই এর স্মৃতি রয়ে যাবে হেথায় - হোথায়।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: "জীবনটাই হলো এক কুহকী মায়া" - চমৎকার বলেছেন। এ মায়া আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে।
এর পরের কথাটাও সুন্দর বলেছেন। +

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

মনিরা সুলতানা বলেছেন: এই নিদানে খবর নেয়ার জন্য ধন্যবাদ !
আলহামদুলিল্লাহ ভালো আছি ।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ!
বাংলাদেশে করোনার দ্বিতীয় জোয়ার বোধকরি শুরু হয়ে গেছে। প্রতিদিন বহু পরিচিত মুখের চিরপ্রস্থানের খবর পাচ্ছি। আল্লাহতা'লা আমাদের সকলকে সুরক্ষা করুন!

১৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

আখেনাটেন বলেছেন: মায়াবী এই পৃথিবীতে আমরা সবাই অজানা এক মায়ার বাঁধনে আবদ্ধ। এ ইন্দ্রজাল থেকে মুক্তি নেই।

ছন্দময় চমৎকার কবিতাটি পাঠে পুলকিত হলুম।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

খায়রুল আহসান বলেছেন: "মায়াবী এই পৃথিবীতে আমরা সবাই অজানা এক মায়ার বাঁধনে আবদ্ধ। এ ইন্দ্রজাল থেকে মুক্তি নেই" - চমৎকার বলেছেন, চিরমুক্তির আগে "এ ইন্দ্রজাল থেকে মুক্তি নেই"! এটাই কবিতার প্রতিপাদ্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। অনেকদিন পরে ব্লগে এলেন, ভাল আছেন আশা করি।
শুভকামনা---

১৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

সোহানী বলেছেন: মায়া মায়া মায়া........... এই মায়াই খেলো আমাদের!

এটি আমার লেখা শেষ গল্পের ডায়ালোগ।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: "এটি আমার লেখা শেষ গল্পের ডায়ালোগ" - সেই গল্পটা কোথায় পাবো? এই ব্লগেই?
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ এবং শুভকামনা---

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

ডঃ এম এ আলী বলেছেন:


সুন্দর হয়েছে কবিতা । এর ভাবার্থও ব্যপক ।
জীবনটাই আসলে একটা মায়াময় , এটা সৃষ্টিকর্তার দেয়া অসাধারণ এক উপহার ।
জীবনের শুরু থেকেই একজোড়া মায়াবী হাতের পরশ আমাদের মোহাচ্ছন্ন করে রাখে, জগতের সবচাইতে মধুর
মায়ময় ধবনি হলো মা। জীবনের এই মায়াকে সবাই-ই কি উপলব্ধি করতে পারে? এ উপলব্দি হতেই একজন
মানুষ সত্যিকার মানুষ হয়ে উঠে ।
এটাও সত্য যখন জীবনের মায়া যখন কাউকে আর টানেনা তখন কোন মায়ার বাধনই তাকে আর বেধে রাখতে পারেনা।
জীবনে চলার পথে অনেক চ্যালেঞ্জই হয়তো আসবে , অনেক কঠিন মূহূর্তই হয়তো আসবে। তার কোন টাতে কেও
হেরে যেতেই পারের কিন্তু মানুষ কেন সেখানেই থেমে থাকবো? নতুন উদ্যম নিয়ে, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়বে
নতুন চ্যালেঞ্জে মোকাবেলায় ।এভাবেই হয়তো সে মায়াময় জীবনকে উপলব্ধি করতে পারবে ।
খুজে পাবে জীবনের সত্যিকার অর্থ।

শুভেচ্ছা রইল

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: "এটা সৃষ্টিকর্তার দেয়া অসাধারণ এক উপহার" - এ কথা অনস্বীকার্য। মায়া মানুষকে প্রেরণা ও শক্তি যোগায়, শান্তির অনুঘটক।
কবিতা পড়ে আপনার চমৎকার ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

ঢুকিচেপা বলেছেন: মায়ায় ভরা কবিতার প্রতিটি লাইন মায়াময়।

“ ভালবাসা থেকেই কি হয় মায়ার সৃষ্টি,
নাকি মায়াই ঝরায় ভালবাসার বৃষ্টি?
এই প্রশ্নে কেহ কেহ দ্বিধাহীন মনে
মায়াকেই স্থান দেন ঊর্ধ্ব আসনে।”

এভাবে কখনো ভাবিনি, তবে দ্বিধা থেকে বেরিয়ে এসে মায়াকেই ঊর্ধ্ব আসনে বসালাম।
মায়া এবং ভালবাসার বসবাস পাশাপাশি হলেও কেন যেন অন্যভাবে দেখতে ইচ্ছে হচ্ছে, ফুল সুন্দর তাই ফুল ভালবাসি এখানে মায়া নেই, আবার ফুল গাছ কেটে ফেললে মায়া লাগে এখানে ভালবাসা নেই।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: "তবে দ্বিধা থেকে বেরিয়ে এসে মায়াকেই ঊর্ধ্ব আসনে বসালাম" - আমার মনে হয়, আপনি ঠিক কাজটিই করেছেন।
অন্যভাবে দেখা ব্যাখ্যাটা চমৎকার হয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!

২০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: রেসপেক্টেড স্যার,

বন্ধুপত্নীর স্মৃতিতে চমৎকার নিবেদন।
ঠিকই তো মায়ার ঈন্দ্রজাল সব দিকে ছড়ানো থাকলেও হিংসা কখনোবা প্রকট রূপ নেয়। ক্ষণিকের হিংসাকে বাদ দিলে মায়ার বাঁধনকে কভুনা যায়না ছেড়া। চমৎকার ছন্দময় কবিতায় ভালোলাগা।
শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকবেন, শুভভকামনা----

২১| ০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

করুণাধারা বলেছেন: ছন্দোময় কবিতার অল্প কয়েকটি ছত্রে গভীর ভাবনা লুকিয়ে আছে। কতরকম মায়ায় আমরা বাঁধা পড়ি জীবনে, কিন্তু সময় এলে সব মায়া ছিঁড়ে চলে যেতে হয়...
চমৎকার কবিতা! ++++

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: সময় এলে সব মায়া ছিঁড়ে চলে যেতে হয়... - এ কথাটাতেই মনটা হু হু করে ওঠে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। অনিবার্য কারণে ঢাকার বাইরে আছি, ইন্টারনেট এ্যাক্সেস সব সময় থাকে না, তাই ব্লগে নিয়মিত আসতে পারছি না।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.