নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বৃষ্টি এলো!

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

অবশেষে হঠাৎ করেই বৃষ্টি এলো!
আয়, বৃষ্টি আয়!
ঝমঝমিয়ে আয়!
গাছের পাতা, বসতবাটি, পথের ধুলো
হলোই না হয় একটুখানি এলোমেলো!

দিনের বেলায় খাঁ খাঁ রোদে অতিষ্ঠ প্রাণ
পশু, পাখি, মানুষ সবাই কত হয়রান!
রাতের বেলায় ক্লান্ত দেহ খুঁজছে বাতাস,
ঘুম আসেনা, শয্যায় শুধু এপাশ ওপাশ
এমন সময় শার্শিতে শুনি বৃষ্টির তান!



ঢাকা
রাত পৌনে বারটা
২৮ এপ্রিল ২০২১
(মধ্যরাতে হঠাৎ আসা বৃষ্টি পড়ার ক্ষণে)

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অবশেষে এলো স্বস্তি বৃষ্টি।
দারুণ ছন্দময় লেখনি হে সুপ্রিয়।

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: বৃষ্টি এসেছিল ঠিকই, মুষলধারায়, সাথে কিছুক্ষণ শিলাও ঝরেছিল; কিন্তু শীতলতা ছিল ঐ রাতটুকুতেই। পরের দিন সকাল থেকেই শুরু হয় আবার গরম!

মন্তব্যের জন্য ধন্যবাদ, কবিতার প্রশংসায় প্রাণিত।

২| ৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২২

অধীতি বলেছেন: স্বস্তির বৃষ্টির মতই ছোট কবিতাটি মনমুগ্ধকর।

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও বেশ মনোমুগ্ধকর। অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

নজসু বলেছেন:



আমি আর বৃষ্টি চাইনা। অসহ্য লাগে বৃষ্টি।
আমার বুকে জমা আছে অজস্র কান্না।
কষ্টের কালো মেঘেরা ভীড় করলেই, বর্ষণ শুরু হয়।

(আমার লেখার এই তিনটে লাইন আপনার "বৃষ্টি এলো" কবিতাকে দিলাম)

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য এবং আপনার লেখার এই তিনটে লাইন আমার কবিতাকে নিবেদন করার জন্য।
প্রথম প্লাসটি পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৪| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বন্ধুর প্রেমিকার হাসির মতো বৃষ্টি হোক...

০১ লা মে, ২০২১ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: যাক, অনেকদিন পর দিশেহারা রাজপুত্র এ ব্লগের পথের দিশে খুঁজে পেয়েছে দেখে খুশি হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শুনেছি, বাংলাদেশে ব্যাপক গরম! এতো গরমে বয়স্ক ও বাচ্চাদের ধৈর্য্য ধারণ বড়ই কষ্টের। তারউপর বৈশাখ মাস। বৈশাখ মাসে গ্রামের মানুষের জন্য গৃহে থাকা বড়ই অসম্ভব। বাহিরে সোনা আর সোনাকে গৃহে আনতে হয়। সে কারণেই তারা গরমের উত্তাপকে উপেক্ষা করতে হচ্ছে।

বৃষ্টি আসুক প্রতি রাতে, অল্প স্বল্প আকারে। দূর করুক দিনের ক্লান্তি।

০১ লা মে, ২০২১ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: যেদিন কবিতাটি লিখেছিলাম, সেদিন সারাদিনের অসহ্য গরমের পর মধ্যরাতে প্রথমে বৃষ্টি, পরে কিছুক্ষণ শিলাবৃষ্টি হওয়াতে রাতের আবহাওয়াটা শীতল হয়েছিল, মানুষও কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু পরদিন সকাল থেকে আবার গরম শুরু হয়।

"বৃষ্টি আসুক প্রতি রাতে, অল্প স্বল্প আকারে। দূর করুক দিনের ক্লান্তি" - এ প্রত্যাশার সাথে একাত্মতা প্রকাশ করছি।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ০২ রা মে, ২০২১ রাত ১১:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



হঠাত যখন বৃষ্টি এলো , প্রকৃতি নির্মল শান্ত হলো,
বৃষ্টির তানেইতো সৃস্টি হলো এ কাব্যিক গান ।
কবিতায় ++ ।
শুভ কামনা রইল

০৩ রা মে, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: "বৃষ্টির তানেইতো সৃস্টি হলো এ কাব্যিক গান" - চমৎকার এ কথাটা মন ছুঁয়ে গেল, অনেক অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ০৩ রা মে, ২০২১ রাত ২:১২

ঢুকিচেপা বলেছেন: অস্বস্তি গরমের মাঝে এক পশলা বৃষ্টি

“ হলোই না হয় একটুখানি এলোমেলো!”

০৩ রা মে, ২০২১ বিকাল ৫:০৭

খায়রুল আহসান বলেছেন: ইটালিকে উদ্ধৃত বাক্যটির জন্য ধন্যবাদ।
ঝড় বৃষ্টি এলে অনেক কিছুই এলোমেলো হতে পারে, তবুও সেটা কাম্য, বিশেষ করে যখন দাবদাহটা অস্বস্তিকর পর্যায়ে চলে যায়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৫০

কালো যাদুকর বলেছেন: খড়ার কবিতা পড়ে এবার এলাম বৃষ্টির কবিতায় ৷

বৃষ্টির তান, বৃষ্টির গান
শেষ রাতে এসেছিল
প্রসান্তির জলগান
এ তপ্ত জনপদে ৷


ধন্যবাদ



০৩ রা মে, ২০২১ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার এ চারটে পংক্তি।

৯| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:৪০

জটিল ভাই বলেছেন: বৃষ্টি,
সে বিধাতার অপূর্ব সৃষ্টি!
সত্যিই যখন বৃষ্টি পরে,
মনটাকে নেয় কেড়ে।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এ চারটে পংক্তিও খুব সুন্দর হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: আপনার কবিতাটা আমি আগেই পড়েছি। কিন্তু তখন মন্তব্য করতে পারি নি। কমেন্ট ব্যানে ছিলাম।
আজ মুক্ত হয়েছি।

০৫ ই মে, ২০২১ দুপুর ১:১৩

খায়রুল আহসান বলেছেন: কমেন্ট ব্যান থেকে আজ মুক্ত হয়ে ফিরে এসেই কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

ইসিয়াক বলেছেন:



মন ভিজুক বৃষ্টিধারায়, স্নিগ্ধতা ছুঁয়ে প্রশান্তি নেমে আসুক কবির প্রাণে।
বৃষ্টির কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা সতত প্রিয় ব্লগার।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: পুরনো কবিতায় একজন কবির মন্তব্য পেয়ে ভালো লাগল। মন্তব্যে এবং প্লাসে প্রাণিত।
আপনার জন্যেও রইলো শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.