নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্বপ্ন

০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:১৭

এত কিছু লিখার আছে যে, ইচ্ছে হয়-
একটা নয়, দুটো নয়, দশটা হাতে লিখি। তবে-
লিখার হাত যে আছে একটাই! করোটিও তাই!
কিন্তু সে করোটি একটি হাজার দুয়ারী প্রকোষ্ঠ।
হঠাৎ হঠাৎ দ্রুম করে একেকটি দ্বার খুলে যায়,
আর হুড়মুড়িয়ে প্রবেশ করতে থাকে
একের পর এক রঙিন রশ্মি। তখনই শুরু হয়-
অতীত বর্তমানের মিলিত মিথস্ক্রিয়ায়
একেকটি রঙিন চলচ্চিত্রের স্বয়ংক্রিয় প্রক্ষেপণ।

লিখার চেয়ে তখন সে চলচ্চিত্র দর্শন হয়ে ওঠে
মুখ্য আকর্ষণ। চলচ্চিত্রটি পরিণত হয়ে যায়
নিমেষে এক দুর্দান্ত মজার খেলায়,
যে খেলায় নিজেকে পুনরায় খুঁজে পাওয়া যায়
মধ্যমাঠে, যে খেলায় নেই কোন জয় পরাজয়,
সময়হীন রেফারীবিহীন সে খেলাটির নাম স্বপ্ন!


রংপুর
০৬ জুলাই ২০২১

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:১৭

জটিল ভাই বলেছেন:
স্বপ্নের এতো সুন্দর সংগাটা কি স্বপ্নযোগে পেয়েছেন হে স্বপ্নিল কবি?
অসাধারণ...... :)

০৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: "স্বপ্নের এতো সুন্দর সংগাটা কি স্বপ্নযোগে পেয়েছেন হে স্বপ্নিল কবি?" - বলা যায়, ভাবনাযোগে পেয়েছি! :)
প্রথম তো বটেই, চমৎকার এ মন্তব্যটার জন্য ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫০

ঢুকিচেপা বলেছেন: “সময়হীন রেফারীবিহীন সে খেলাটির নাম স্বপ্ন!”
চমৎকার একটা লাইন।
অফুরন্ত সময়, নিয়মভাঙ্গা (রেফারীবিহীন) এবং কল্পনায় কাটাকুটি= স্বপ্ন।

রংপুরে কাটানো সময় বুঝি খুব উপভোগ করছেন ?
আপনার নিজের শহর এমন হওয়াই স্বাভাবিক। যতটা সম্ভব লিখুন।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রথম 'প্লাস'টি রেখে যাবার জন্য ধন্যবাদ। কবিতা থেকে একটি ভাললাগা লাইন উদ্ধৃত করায় অনুপ্রাণিত হয়েছি। আর আপনার সমীকরণটাও ভাল হয়েছে।

রংপুরে এসেছিলাম বোধশক্তিহীন, চলৎশক্তিহীন অসুস্থ মায়ের সাথে ক'টা দিন কাটিয়ে যেতে। আকস্মিক 'লকডাউন' এর ফলে এখন ঢাকা ফেরত যাওয়াটা অনিশ্চিত। এখানে আসার পর গত কয়েকদিনে তিন বিভিন্ন জেলায় তিনজন বিভিন্ন বয়সী নিকটজনের কভিডে আক্রান্ত হয়ে খুব দ্রুত এবং আকস্মিক চিরবিদায়ের কথা জানতে পেরে মনটা ভারাক্রান্ত হয়ে আছে।

তারপরেও বলবো, মায়ের সাথে কিছুটা 'কোয়ালিটি টাইম' কাটাতে পারছি, এদিক থেকে বলা যায়, সময়টা ভালই কাটাচ্ছি।

৩| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতীতের সুখস্মৃতি,আগামীর স্বপ্ন দেখা
'এরই নাম হলো বেচে থাকা'।
চমৎকার কাব্য।

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: 'স্বপ্ন' নিয়ে আপনার কথাটাও চমৎকার!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

৪| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মনোমুগ্ধকর

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৫| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৯

হাবিব বলেছেন: দারুণ লিখেছেন ভাই।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, হাবিব স্যার!
দারুণ অনুপ্রাণিত হ'লাম।

৬| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: স্বপ্নের ফেরিওয়ালা মানে না কোনো নিয়মনীতি সে শুধু জানে অবোধ মনকে ফেরারী করতে। চমৎকার লিখেছেন স্যার।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও চমৎকার হয়েছে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৭| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ নাকি তার স্বপ্নের সমান।


সুন্দর কবিতা ।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: "মানুষ নাকি তার স্বপ্নের সমান"- কথাটা ঠিকমত বুঝতে পারলে ঠিক।
মন্তব্যে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমার ও মাথায় অনেক লেখা জমা হয় আলস্যে সুযোগের অভাবে লেখা হয়ে ওঠে না লেখা হারিয়ে যায়....

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: মাথায় আসা লেখাগুলোকে গ্রাহ্য করে সাথে সাথে না লিখে ফেললে ওরা অভিমান করে চলে যায়। শত চেষ্টায়ও পরে আর ফিরে আসে না। এ রকম আমারও হয়।
তাই সংক্ষেপে হলেও, অন্ততঃ কিছু রূপরেখা টেনে রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.