নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

“সামহোয়্যারইন ব্লগ” এ আমার ষষ্ঠ বর্ষপূর্তি হলো

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

আগের “বর্ষপূর্তি পোস্ট”গুলো পড়তে পারবেন এখানেঃ
বর্ষপূর্তির হালখাতা - প্রথম বর্ষপূর্তি
সামহোয়্যারইনব্লগে আমার ব্লগিং এর দ্বিতীয় বর্ষপূর্তি
“সামহোয়্যারইনব্লগে” তৃতীয় বর্ষপূর্তি – ফিরে দেখা
“সামহোয়্যারইনব্লগ” এ আমার আজ চতুর্থ বর্ষপূর্তি হলো
“সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যান

আজ দুপুরে কিছুক্ষণের জন্য যখন ল্যাপটপে আমার ব্লগপাতা খুললাম, চোখটা সরাসরি পড়লো “আমার পরিসংখ্যান” অংশটিতে। দেখি, সেই মুহূর্তে সামুতে আমার ব্লগিং বয়স হলো “ছয় বছর নয় ঘন্টা”। দেখে চমকে উঠলাম, কারণ ব্লগিং শুরু করা থেকেই প্রতি বছর আমি যথাসময়ে “বর্ষপূর্তি পোস্ট” প্রকাশ করেছি, কিন্তু এবারে তা মোটেই খেয়াল ছিলনা। ইচ্ছে করছিল তখনই বসে যাই লিখতে, কিন্তু সেটা নানা কারণে সম্ভব হয় নাই। যাহোক, এখন কিছুটা সময় পাওয়াতে লিখতে বসলাম।





এখানে ব্লগিং শুরু করার পর আমি সবচেয়ে বেশি শোকাহত হয়েছি জনপ্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই পোস্টটা লিখতে শুরু করলাম। আপনারা যারা আমার আগের ‘বর্ষপূর্তি পোস্ট’গুলো পড়েছেন, তারা জানেন আমি এখানে আমার ব্লগিং সম্পর্কিত কিছু ব্যক্তিগত পরিসংখ্যান তুলে ধরি, যা পরবর্তীতে আমাকে নিজস্ব ব্লগিং এর সাফল্য বা ব্যর্থতা বিশ্লেষণ করতে সহায়ক হয়। একই ধারায় এবারেও শুরু করছি।

গত এক বছরে আমার সর্বাধিক পঠিত পাঁচটি পোস্টঃ
১। কয়েকটি জাংশন রেলস্টেশনের স্মৃতিকথা (৭১২)
২। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ… অবেলায় ঝরে জল (৬১১)
৩। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (৫৮৫)
৪। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (৫৮০)
৫। তাহলে আপনিই কি হতে যাচ্ছেন আমার ব্লগের দুই লক্ষতম পাঠক? (৫৩৩)

ন্যূনতম পঠিত দুটি পোস্ট (১০০ এর কম)
১। কবিতাঃ অন্তর্লীন (৮০)
২। কবিতাঃ দিগন্তরেখায় (৮৮)

সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পাঁচটি পোস্টঃ (উল্লেখ্য যে লেখকের প্রতিমন্তব্যও সামু মন্তব্য হিসেবে গণ্য করে থাকে)
১। কয়েকটি জাংশন রেলস্টেশনের স্মৃতিকথা (৭৯)
২। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (৭৯)
৩। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (৬৭)
৪। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ... অবেলায় ঝরে জল (৬৪)
৫। একজন সজ্জনের চিরবিদায়ে হৃদয় ব্যথিত (৬৩)
(প্রথম ৪ টির লিঙ্ক এর আগে উপরে দেওয়া হয়েছে)

সর্বাধিক ‘লাইক’প্রাপ্ত পাঁচটি পোস্টঃ
১। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (২৪)
২। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ... অবেলায় ঝরে জল (২২)
৩। ক্ষণিকের দেখা- ৪ (২২)
৪। স্মৃতির জোয়ারে ভাসা (১) (২০)
৫। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (২০)
(১, ২,ও ৫ এর লিঙ্ক এর আগে উপরে দেওয়া হয়েছে)

একাধিক সংখ্যক “প্রিয়” তে নেয়া ৩টি পোস্টঃ
১। ক্ষণিকের দেখা-৩ (২)
২। একজন শিক্ষকের কথাঃ আমাদের দোহা স্যার (২)
৩। একটি এপিটাফ (২)

ন্যূনতম মন্তব্যপ্রাপ্ত পোস্টঃ
কবিতাঃ দিগন্তরেখায় (১০)

গত এক বছরে আমার পোস্টের সংখ্যাঃ ৫৬, অর্থাৎ প্রতিমাসে ৫টিরও কম, প্রতি সপ্তাহে ১টির একটু বেশি।
গত এক বছরে আমি মন্তব্য করেছিঃ ৩১৭২টি, অর্থাৎ প্রতদিন প্রায় ৯টি।
গত এক বছরে আমি মন্তব্য পেয়েছিঃ ২১৬৯টি, অর্থাৎ প্রতদিন প্রায় ৬টি।
গত বছরের চেয়ে এ বছরে আমাকে অনুসরণ করেছেন ১৭ জন বেশি পাঠক।
গত এক বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা ছিল ৩৩১১২, যা তার আগের বছরের চেয়ে ৪৫৮৫ জন কম। অর্থাৎ পঞ্চম বছরের চেয়ে গত বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা গড়ে প্রতিদিন প্রায় ১৩ জন করে কমে গেছে।

পরিসংখ্যানগতভাবে গত বছরের তুলনায় এ বছরে একটা নেতিবাচক অবরোহণ লক্ষ্য করা গেলেও আমি সার্বিক ফলাফলে সন্তুষ্ট, কারণ সামগ্রিকভাবেই বোধকরি ব্লগে ভিজিটর সংখ্যা আগের তুলনায় কমে গেছে। এই দুর্দিনেও যারা আমার ব্লগ ভিজিট করেছেন, পোস্ট পড়েছেন, মন্তব্য করেছেন, ‘লাইক’ দিয়েছেন, “প্রিয়”তে নিয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মত শেষ করছি।

ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২১
শব্দ সংখ্যাঃ ৪৯০

মন্তব্য ৯২ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বর্ষ পূরণের শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রথম মন্তব্যে এবং প্রথম প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

শুভকামনা....

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি সুস্থ ও সবল অবস্থায় দীর্ঘজীবী হোন। আপনার লেখার ধারা অব্যহত থাকুক।আপনার জন্য শুভকামনা রইলো।
এই লেখাটি দুবার এসেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: "আপনি সুস্থ ও সবল অবস্থায় দীর্ঘজীবী হোন। আপনার লেখার ধারা অব্যহত থাকুক" - আপনার এ শুভকামনা আমাকে স্পর্শ করেছে! অনেক ধন্যবাদ, এমন আন্তরিক একটি শুভেচ্ছাবাণীর জন্য।

এই লেখাটি দুবার এসেছে - প্রায় সাথে সাথেই ভুলটি বুঝতে পেরেছিলাম এবং তা শুধরে নিয়েছিলাম। কিন্তু তার আগেই বোধকরি সেটা আপনার চোখে পড়েছিল। এখন অবশ্যই দেখবেন, সে ভুলটি আর সেখানে নেই।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



ষষ্ঠ বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
সমৃদ্সামুর এই দিনে আপনার ব্লগ পরিসংখ্যান
অনেক সমৃদ্ধ । আগতদিনগুলি আরো বৈচিত্রময়
ও সমৃদ্ধ হোক এ কামনাই করি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: "এই দিনে আপনার ব্লগ পরিসংখ্যান অনেক সমৃদ্ধ" - অনেক, অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী, আপনার এ উদার মন্তব্যের জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

আপনি এখন কেমন আছেন, আলী ভাই? আপনার একটা মন্তব্যে জেনেছিলাম, আপনার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। দোয়া করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আপনার স্বাভাবিক ব্লগিং এ ফিরে আসুন!

আন্তরিক শুভকামনা....

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ছয় ছয়টা বছর সামুর সাথে পথ চলা । অভিনন্দন ।
এই পথ চলা আরো দীর্ঘ হোক !

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমন আন্তরিক মন্তব্যের জন্য। আমি জানি, আমার মত আপনিও এখানে ব্লগিং বেশ উপভোগ করেন।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

ভালো থাকুন, শুভকামনা!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ৬ বছর অনেক লম্বা সময়। আপনাকে অভিনন্দন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: "৬ বছর অনেক লম্বা সময়" - জ্বী, দেখতে দেখতে এ লম্বা সময়টা খুব দ্রুতই কেটে গেল!

অভিনন্দন এবং শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২১

নেওয়াজ আলি বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।

ভালো থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে উষ্ণ অভিনন্দন !
ভালো থাকুন নিরন্তর।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: উষ্ণ অভিনন্দন এর জন্য আপনাকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা! আপনিও ভালো থাকুন, সুস্বাস্থ্যে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেক অভিনন্দন; আপনার ব্লগিং সব আনন্দময় হোক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি শুভেচ্ছাবাণীর জন্য।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:২৭

সাদীদ তনয় বলেছেন: অভিনন্দন আপনাকে

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা গ্রহণ করুন!

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

কালো যাদুকর বলেছেন:

সামনের দিনে আপনার ব্লগিং আনন্দময় হোক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এই শুভকামনার জন্য।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া।

আরও অনেক বছর পূর্তী হোক তোমার এমনই ভাবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে পোস্ট পাঠ, 'লাইক' এবং সুন্দর এই শুভেচ্ছাবাণীর জন্য।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া-২
আরও অনেক বছর পূর্তি হোক আপনার এমনভাবেই-২

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, শুধু একটা '-২' বসিয়ে 'কপি-পেস্ট' মন্তব্য! :)

পোস্ট পাঠ, শুভেচ্ছাবাণী এবং প্লাসের জন্য ধন্যবাদ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০

সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগে কিছু কিছু মানুষের উপস্থিতি মনে শান্তি আনায়ন করে স্যার। আপনি তাদের একজন। শুভেচ্ছা ছয়বছর পূর্তিতে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশংসা, প্লাস এবং শুভকামনার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

আখেনাটেন বলেছেন: সামনের দিনে আপনার ব্লগিং আরো আনন্দময় ও হোক। অভিজ্ঞতার ভান্ডার থেকে আমাদেরও জানিয়ে দিন তাঁর কিছু।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: "অভিজ্ঞতার ভান্ডার থেকে আমাদেরও জানিয়ে দিন তাঁর কিছু" - আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আমার ব্লগপোস্টে আমি আমার জীবনের অভিজ্ঞতার কথাই বেশি বলে থাকি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।

পোস্ট পাঠ, 'লাইক' এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৬ষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষ্যে আপনাকে শুভেচ্ছা।






ভালো থাকুন নিরন্তর।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এ শুভকামনার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "প্রায় সাথে সাথেই ভুলটি বুঝতে পেরেছিলাম এবং তা শুধরে নিয়েছিলাম। কিন্তু তার আগেই বোধকরি সেটা আপনার চোখে পড়েছিল। এখন অবশ্যই দেখবেন, সে ভুলটি আর সেখানে নেই।"

আমি মন্তব্য করার আগে সেখানে দুইবার ছিলো লেখাটি। মন্তব্য করতে করতেই আপনি সেটি সংশোধন করে ফেলেছেন।ফলে আমি মন্তব্য করার পরে সেই ভুল আর পাইনি। আমি আমার মন্তব্য সংশোধনের সুযোগ না পাওয়ায় ত্রুটি উল্লেখের কথাটি রয়ে গেছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত - আপনার সৌজন্যবোধ এবং বিনয়প্রকাশে আমি অতিশয় মুগ্ধ হ'লাম। সকলের জন্য শিক্ষণীয়!

শুভকামনা....

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছয়ে ছয়ে বার, এভাবে সংখ্যাটা বাড়তে থাকুক ক্রমশ।

শুভেচ্ছা ও অভিনন্দন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ শুভকামনার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা স্যার। প্রথমত ক্ষমাপ্রার্থী বিলম্বিত আগমনের জন্য। এমন একটা বর্ষপূর্তিতে পরছ আসার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আরো আগে এলে খুব ভালো হতো। ষষ্ঠ বর্ষপূর্তিতে অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা আপনাকে। আমার যতদূর মনে পড়ছে ব্লগে আইডি খোলার পর আপনার সব পোস্ট আমার পপড়া। আপনি ব্লগে একটা নিজস্ব ঘরানা তৈরি করতে পেরেছেন। মুষ্টিমেয় কয়েকজনের সঙ্গে আপনার মত এত পরিচ্ছন্ন ব্লগার ব্লগে বড়ই অভাব। আপনি থাকুন ব্লগে অনন্ত কাল ধরে.....

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: তেমন একটা বিলম্ব হয় নাই।

আমারও তাই মনে হয়, আপনি ব্লগে আবির্ভূত হবার পর প্রকাশিত আমার সব পোস্টই আপনি পড়েছেন এবং মন্তব্য করেছেন, প্লাস দিয়েছেন। এখন যদি সময় পান, তবে একটু ব্যাক গীয়ারেও চলে দেখতে পারেন। :)

আমিও আপনার এ যাবত প্রকাশিত মাত্র একটি বা দু'টি বাদে সব পোস্ট পড়ে কমেন্ট করেছি।

কারও লেখা পড়ার সময়, লেখা যে মানেরই হোক না কেন, আমি লেখককে সম্মানের আসনে রেখেই তার পোস্ট পাঠ করি। মনযোগ দিয়ে পোস্ট পাঠ না করে কোন পোস্টে মন্তব্য করি না। আমিও যেমন চাইনা, কেউ আমার পোস্ট না পড়ে, শুধু আমাকে খুশি করার জন্য দুটো কথা বলে যাক। আমার ব্লগীয় পরিসংখ্যান বলে, গত ছয় বছরে আমি আমার পোস্টে যতগুলো মন্তব্য পেয়েছি, তার চেয়ে ৩০৭২ টি বেশি মন্তব্য করেছি অন্যদের পোস্টে।

আপনার প্রশংসা পেয়ে, প্লাস পেয়ে, অনুপ্রাণিত হ'লাম।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

জাদিদ বলেছেন: ভাইয়া, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার ক্যাডেট কলেজের সেই দিনলিপিগুলো আমার খুব পছন্দের সিরিজ ছিলো। আপনার কবিতা, লেখা ও অন্যান্য দিক দিয়ে আপনি আমাদের সকলের পছন্দের ব্যক্তিত্বে পরিনত হয়েছেন।


১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: "আপনার কবিতা, লেখা ও অন্যান্য দিক দিয়ে আপনি আমাদের সকলের পছন্দের ব্যক্তিত্বে পরিনত হয়েছেন" - অনেক ধন্যবাদ আপনাকে, এমন উদার মূল্যায়নের জন্য। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: খায়রুল আহসান ভাই আপনাকে ষষ্ঠ বছর পূর্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০২

খায়রুল আহসান বলেছেন: এখানে আমার ব্লগিং এর ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে প্রেরিত আপনার শুভেচ্ছা ও অভিনন্দন সানন্দে গ্রহণ করলাম। সেই সাথে পোস্টে দেয়া 'লাইক' টি পেয়েও অনেক অনুপ্রাণিত হ'লাম।

ধন্যবাদ ও শুভেচ্ছা....

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩২

হাবিব বলেছেন: আগামীতে আপনার আরো লেখা আমাদের সামুর পাতা সমৃদ্ধ করুক, এই কামনা করি

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এই আন্তরিক শুভকামনার জন্য আমিও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

ভালো থাকুন, শুভকামনা!

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৬

আমারে স্যার ডাকবা বলেছেন: অভিনন্দন খায়রুল ভাই। শুভ কামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা রইলো।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ইদানিং আপনি আমার কন্যাকে নিয়ে লেখা পোষ্ট গুলোতে আসেন না। তাতে আমি ব্যথিত হই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনি ব্যথিত হয়েছেন জেনে আমি দুঃখিত। তবে এর কারণ কী, সেটা একবার অনুসন্ধান করার চেষ্টা করলে বুঝতে পারতেন।

যাহোক, আপনার কন্যাকে নিয়ে লেখা ১৭ এবং ১৮ পর্বের পোস্টগুলোতে দুটো মন্তব্য রেখে এসেছি। সেগুলো পড়ে আপনি খুশি হয়েছেন জেনে আমিও কিছুটা হাল্কা হ'লাম।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯

ঢুকিচেপা বলেছেন: ছয় ঋতুর দেশে, ছয়টি বছর পার
গল্প কবিতায় হয়ে যাক একাকার

আন্তরিক অভিনন্দন রইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে চমৎকার মন্তব্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

ভালো থাকুন, শুভকামনা!

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: অর্ধযুগপূর্তিতে অভিনন্দন ও শুভকামনা। আপনার আগামীর পথচলা সুন্দর হোক।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন ও শুভকামনা'র জন্য। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪১

জুন বলেছেন: অভিনন্দন জানাই আপনার ছয় বছর পুর্তির। অনেক অনেক শুভকামনা রইলো ভবিষ্যতের জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আমার যখন পথ চলা শুরু হলো, তখন থেকেই আপনাকে অগ্রপথিক হিসেবে পেয়েছি। একটানা ছ'বছর ধরে আমার এসব পোস্টে এসে মন্তব্য করে, প্লাস দিয়ে উৎসাহ এবং প্রেরণা দিয়ে যাবার জন্য আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি, ভবিষ্যতেও সাথে থাকবেন।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: বর্ষ পূরণ সেই সংগে অর্ধযুগ মেইল ফলকের জন্য শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভকামনায় প্রাণিত হ'লাম।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শ্রদ্ধেয় ব্লগার।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন ও শুভেচ্ছা'র জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভালো থাকুন, শুভকামনা---

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭

সচেতনহ্যাপী বলেছেন: শুভকামনা রইলো।। ভাল থাকুন সর্বদা।।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আমার কোন পোস্টে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। আশাকরি, এতদিন ভালোই ছিলেন এবং এখনো আছেন।
শুভকামনা'র জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনি কি একেবারে চলে এসেছেন দেশে? যদি তাই হয়, এবারে নিরিবিলিতে বসে আপনার প্রবাস জীবন সম্পর্কে লিখতে থাকুন।

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫১

সোহানী বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরো শত বছর চলুক আপনার পথচলা আমাদের সাথে।

প্রিয় হেনা ভাইকে হারিয়ে আমি ও খুব কষ্ট পেয়েছি। এমন প্রানবন্ত উচ্ছল রসিক মানুষের দেখা আমি আর পাইনি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: বাপরে, আরো শত বছর?
আপনার 'আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা'য় উৎসাহিত ও উজ্জীবিত হ'লাম। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
"এমন প্রানবন্ত উচ্ছল রসিক মানুষের দেখা আমি আর পাইনি" - ঠিকই বলেছেন। ওনার প্রচন্ড রসবোধ ছিল, এবং একইসাথে উনি যথেষ্ট বিনয়ী ও ভব্য ছিলেন।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২২

শেরজা তপন বলেছেন: ভাই, গতকাল বার বার স্মরণ করেও আপনার পোষ্টে মন্তব্য করার সুযোগ হয়ে ওঠেনি।
আপনাকে আমর আন্তরের অন্তঃস্থল আন্তরিক ভালবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা।
আর কেউ যেন এভাবে হেনা ভাই এর মত অসময়ে হারিয়ে না যায়।
আপনার সুদীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। নিয়মিত ব্লগের সাথে আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: "আপনাকে আমর আন্তরের অন্তঃস্থল আন্তরিক ভালবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা" - আপনার এই দোয়া এবং শুভকামনা আমাকে স্পর্শ করে গেল! অনেক ধন্যবাদ, আন্তরিক মন্তব্য এবং 'প্লাস' রেখে যাবার জন্য।

"নিয়মিত ব্লগের সাথে আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি" - থাকবো ইন শা আল্লাহ, দোয়ায় রাখবেন।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

কামাল১৮ বলেছেন: অভিনন্দন,শুভ ব্লগিং।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, শুভকামনা রইলো।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ভাইয়া !
নিঃসন্দেহে আপনি আমাদের সবার অনেক পছন্দের ব্লগার, লেখা মন্তব্য সব মিলিয়ে অনন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: নিঃসন্দেহে আপনার এ উদার মন্তব্যটি আমার ব্লগিং এর জন্য প্রেরণা হয়ে থাকবে অনেকদিন পর্যন্ত। অনেক, অনেক ধন্যবাদ, এতটা আন্তরিক একটি মন্তব্য এবং 'প্লাস' রেখে যাবার জন্য।

আপনার কোন একটি মন্তব্যে দেখেছিলাম, আপনার বাসা থেকে ট্রেনের আসা যাওয়া দেখা যায়। নিত্যদিনের এই আসা যাওয়া নিয়ে কিছু কথা লিখে একটি নতুন পোস্ট লিখুন না, সম্ভব হলে দুই একটা ছবিসহ!

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




একজন সুখী মানুষের এই সুখটুকু আরও যুগ যুগ ধরে বহমান থাকুক..............

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: সবচেয়ে কম কথায় সবচেয়ে মূল্যবান শুভকামনা রেখে গেলেন প্রিয় ব্লগার। সেই সাথে প্রেরণাদায়ক প্লাসটাও!! + +

অনেক, অনেক ধন্যবাদ, এবং শুভকামনা আপনার জন্যেও। ভালো থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

ওমেরা বলেছেন: অনেক অভিনন্দন আর দোয়া করি আল্লাহ আপনার হাতকে লেখুনীর জন্য আরো মজবুত করে দেন ।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। 'অভিনন্দন আর দোয়া'য় অনেক অনুপ্রাণিত হ'লাম।
আপনার জন্যেও শুভকামনা....

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৭

নীল আকাশ বলেছেন: আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্লগে যে কয়েকজন সবার কাছে সম্মানিত ব্লগার হিসেবে পরিচিত তাদের মাঝে আপনি একদম প্রথম দিকেই আছেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আল্লাহ রাব্বুল আলামীন আপনার নেক হায়াত বহুগূণে বাড়িয়ে দিন, আমীণ।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সেই সাথে আন্তরিক দোয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে যাবে যতদিন এ ব্লগে থাকি। আপনার জন্যেও রইলো আমার আন্তরিক শুভকামনা। আপনার বহুমুখি প্রতিভায় ব্লগ সমৃদ্ধ হোক দিনে দিনে।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ও নিরন্তর শুভকামনা । আপনার ব্লগ জীবন আরও দীর্ঘ হোক। ব্লগ দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হোক।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ আপনার 'অভিনন্দন ও নিরন্তর শুভকামনা'র জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হয়েছি।

"ব্লগ দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হোক" - কণ্ঠ মেলাচ্ছি। এ কামনা আমারও!

ভালো থাকুন, শুভকামনা---

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

নতুন বলেছেন: ৬ বছর পূর্তির অভিনন্দন ভাই।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ অভিনন্দনের জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অনুপ্রেরণা সহ অনুরোধের জন্য ধন্যবাদ ভাইয়া। সেদিন হুট করে রাতের ট্রেনে নওগাঁ গিয়েছিলাম, স্টেশনের অভিজ্ঞতা নিয়ে ট্রেনেই লাইন পাঁচেক লিখেছিলাম। এখন পর্যন্ত সেখানেই আছে। আপনার আগ্রহে অনুপ্রাণিত !
চেস্ট করবো বাকিটুকু লিখে ফেলার।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: "চেস্ট করবো বাকিটুকু লিখে ফেলার" - এজন্য অনেক ধন্যবাদ।

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৯

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি। আপনার কাছে একটা বিষয় জানার ছিলো। যদি আপনি কষ্ট করে আমাকে মেইল করতেন। [email protected]

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
আপনি এখানে জানাতে পারেনঃ [email protected]

৪২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৬

নীল-দর্পণ বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। সম্প্রতি আল্লাহ আমার কোলে দুজন কন্যা পাঠিয়েছেন, দোয়া করবেন ওদের জন্যে। ভালো থাকবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

খায়রুল আহসান বলেছেন: মা শা আল্লাহ!

আপনার এ শুভ সংবাদে অনেক আনন্দিত হ'লাম। আল্লাহ রাব্বুল 'আ-লামীন ওদেরকে সুরক্ষা করুন, উপকারী জ্ঞান দান করে ওদেরকে ভবিষ্যত জীবনে উচ্চ মর্যাদায় আসীন করুন এবং পিতামাতার চক্ষু শীতলতার উপকরণ হিসেবে কবুল করে নিন! অনেক, অনেক দোয়া রইলো আপনার কন্যাদ্বয়ের জন্য।

বর্ষপূর্তির শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৪৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার কোন একটি মন্তব্যে দেখেছিলাম, আপনার বাসা থেকে ট্রেনের আসা যাওয়া দেখা যায়। নিত্যদিনের এই আসা যাওয়া নিয়ে কিছু কথা লিখে একটি নতুন পোস্ট লিখুন না, সম্ভব হলে দুই একটা ছবিসহ!

আপনার উত্তরে আমার চেষ্টার কোথা বলেছিলাম, আসলে এমন একটা পোষ্ট আমার ফেসবুকে ষ্টেশন থেকেই পোষ্ট করেছিলাম কিছু ছবি, কিন্তু ঠিক তেমন ভাবে অনুমতি নেয়া হয়নি বলে ব্লগে সেই ছবিগুলো সহ পোষ্ট দিতে পারলাম না :(
তবে ষ্টেশন এর গল্প নিয়ে ছোট একটা লেখা লিখেছি, ব্লগে ই আছে। আপনি পড়লে ভালোলাগবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: পড়ে আসলাম আপনার পোস্টটা- "ষ্টেশন ভাগাভাগি' র গল্প"। চমৎকার লিখেছেন। কবিদের গদ্যেও কবিতার স্বাদ পাওয়া যায়।

পুনঃমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা.....

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০

ফারহানা শারমিন বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তির শুভেচ্ছা ।অনেক অনেক শুভ কামনা লেখকের জন্যে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ষষ্ঠ বর্ষপূর্তির শুভেচ্ছা জানানোর জন্য।
ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা....

৪৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: শুভকামনা আর ভালবাসা সব সময়ের জন্য।এভাবেই জীবনের শেষ পর্যন্ত সামুর সাথেই থাকুন।
আপনাদের মত কিছু ব্লগার আছেন বলেই এখানে বার বার ফিরে আসতে মন চাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, লেখাটি পড়ার জন্য এবং এত সুন্দর করে শুভকামনা জানানোর জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।

৪৬| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছেলেবেলার ছড়া কবিতা ছিলো “বেলা গেলো হাঁস মুরগি ঘরে তোলো দাদীতে ঔষধ দাও” বেলা বেলা আমরা কখন দাদা নানা হয়েছি তা গল্পের মতোই মনে হয়। বেলা বসে থাকে না। দেখতে দেখতে আপনার ব্লগ জীবন ছয় বছর পূর্ণ হলো।

ষষ্ঠ বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

০৩ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: "বেলা বসে থাকে না" - সত্য কথা। কিভাবে বেলা বয়ে যায়, তা দেখা না গেলেও, অনুভব করে প্রায়শঃ দীর্ঘশ্বাস ফেলা হয়।

ষষ্ঠ বর্ষপূর্তিতে জানানো এই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.