নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সাঁঝের মায়া....(১৬ অক্টোবর ২০২১, ৪ঃ৪৫ অপরাহ্ন)
করোনাকালীন গত দেড় বছরে ঘরে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিলাম। গতকাল একটা ব্রেক নিলাম। পাঁচ বাল্যবন্ধু মিলে অর্ধদিবস সস্ত্রীক কাটিয়ে এলাম কাছাকাছি একটা জায়গা থেকে, যেখানে বসে কিছুটা প্রকৃতির ছোঁয়া অনুভব করা যায়। জায়গাটা আমার বাসা থেকে মাত্র ১২ কিমি দূরে, পূর্বাচলে।
গতকাল শরত কাল শেষ হয়ে গেল। গোটা শরত জুড়ে মানুষজন দল বেঁধে এসেছিলেন এসব জায়গায়, কাশফুলের ছবি তুলতে, কাশফুলের সাথে নিজেদেরও ছবি তুলতে। নারীগণ সোল্লাসে কাশফুল ছুঁয়ে কিংবা কাশফুলের আড়ালে নিজেদেরও ছবি তুলেছেন। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নিজেদের সাজ সজ্জায় পরিবর্তন এনে এভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে ছবি তোলাটা এখন নাগরিক নারীদের অনেকটা ঐতিহ্যে পরিণত হয়েছে।
তবে গতকাল আমরা যেখানে বসেছিলাম, সেখান থেকে আশে পাশে কোন কাশফুল আমার চোখে পড়েনি। তবুও, অলস অপরাহ্নের নৈঃশব্দেরও একটা সৌন্দর্য ছিল। একসাথে লাঞ্চ করে আমাদের গল্প-স্বল্প চলেছিল সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের পরে বাসায় ফিরে আসি যার যার মত। সেখানে থাকাকালীন মাঝে মাঝে উঠে কিছু ছবি তুলেছিলাম। তার মধ্য থেকে কয়েকটি এখানে পরিবেশন করলাম।
ঢাকা
১৭ অক্টোবর ২০২১
"পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরীটি
আহা, ছোট্ট তরীটি
শান্ত নদীটি" 16 October 2021 at 5:34 pm
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে........ 16 October 2021 at 5:06 pm
মৃত গাছের শাখায় বসে তপস্যারত একটা পাখি। 16 October 2021 at 4:24 pm
"শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ধরেছে, ঝিম ধরেছে গাছের পাতায়" 16 October 2021 at 4:26 pm
এপার ওপার....... 16 October 2021 at 4:28 pm
নিস্তরঙ্গ জলে প্রকৃতির ছায়া ........ 16 October 2021 at 4:25 pm
অস্তাচলের প্রস্তুতি...... 16 October 2021 at 4:25 pm
সন্ধ্যা ঘনিয়ে আসে, নিঃশব্দে..... 16 October 2021 at 4:25 pm
মৃত গাছের শাখায় বসে তপস্যারত আরেকটা পাখি।16 October 2021 at 4:24 pm
আড্ডা থেকে একটা ব্রেক নিয়ে আসর এর নামায পড়তে এসে প্রেয়ার রুমের পেছনের জানালা দিয়ে তাকাতেই দেখা পেলাম তপস্যারত এ ফিঙে পাখিটির। 16 October 2021 at 4:07 pm
পাখিটির ষষ্ঠেন্দ্রিয় হয়তো তাকে জানিয়েছিল, কেউ একজন পেছন থেকে তার ছবি তুলছে। তাই সে ঘাড়টা একটু বাম দিকে কাৎ করলো, আমিও ওর একটা বেটার ভিউ পেলাম।16 October 2021 at 4:08 pm
১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। প্রথম মন্তব্য এবং প্রথম 'লাইক'টির জন্যও।
আমি তো এটাকে ফিঙে পাখি হিসেবেই চিনি। তবে আমি কোন পক্ষীবিশারদ নই। আপনার নামটাও সঠিক হতে পারে। দেখি, অন্যান্য পাঠকেরা কী বলেন!
শুভকামনা....
২| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি তো ভালোই ভ্রমণ করতেছেন। আর আমি ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হচ্ছে না। ছেলের কলেজ ছয়দিনই ক্লাস চলছে । এ বছর বেড়ানো আর হবে না
১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: আপনিও তো সুযোগ পেলেই বের হন এবং ছবি তোলেন, যা আমাদের জন্য একটি আনন্দের বিষয়, কেননা আপনার ছবিগুলো খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে।
এ বছর বেড়ানো আর হবে না - "ঘর হতে শুধু দুই পা ফেলিয়া", এ আর এমন কী? পথ চলতে চলতেই ছবি তুলুন এবং শেয়ার করুন।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৩| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬
উদারত১২৪ বলেছেন: অপরাহ্নে মন আকুলিত
১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪২
খায়রুল আহসান বলেছেন: মনের যত্ন নিন।
৪| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৭
ওমেরা বলেছেন: বন্ধু, বান্ধব নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন, আমার ও বেশ ভালো লাগলো। ছবিগুলোও সুন্দর খুব ।
১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
খায়রুল আহসান বলেছেন: "আমার ও বেশ ভালো লাগলো। ছবিগুলোও সুন্দর খুব" - পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৫| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫২
রানার ব্লগ বলেছেন: শরতকাল আমার মনে হয় আমাদের ছোটবেলাতেই সুন্দর ছিলো। এখনকার শরত কাল কখন আসে কখন যায় তা টেরই পাচ্ছি না।
১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: "এখনকার শরত কাল কখন আসে কখন যায় তা টেরই পাচ্ছি না" - এখনকার শরত কাল তবুও কিছুটা হলেও টের পাওয়া যায় আকাশে নীল-সাদা মেঘের ভেলা দেখে, জমিনে কাশফুল, ঝরে পরা শেফালি ফুল দেখে। কিন্তু হেমন্তকালটা, আজ থেকে যেটা শুরু হলো, মোটেই টের পাওয়া যায় না। হেমন্তের বিকেলগুলোকেও যেন দেখা যায় না; দুপুরের পর পরই যেন সন্ধ্যা নেমে আসে। আরও মাস খানেক পর সন্ধ্যাটা আরও দ্রুত নেমে আসবে।
৬| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
অধীতি বলেছেন: প্রকৃতির শরনাপন্ন হলে বাঁচতে চাওয়ার আঁকুতে চেপে ধরে। মনে হয় একটা জীবন কাটিয়ে দেই মৃত গাছে শাখায় বসে থাকে পাখির সঙ্গে।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: "মনে হয় একটা জীবন কাটিয়ে দেই মৃত গাছে শাখায় বসে থাকে পাখির সঙ্গে" - 'একটা জীবন' এভাবে কাটিয়ে দেয়াটা বোধহয় ততটা আনন্দদায়ক হবে না। তবে প্রকৃতির মত জীবনে বৈচিত্রের মিশেল থাকলে সেটা উপভোগ্য হয়ে থাকে।
৭| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো সুন্দর।++++ মাঝে মাঝে প্রকৃতির কাছাকাছি গেলে মন ভালো হয়ে যায়।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: "মাঝে মাঝে প্রকৃতির কাছাকাছি গেলে মন ভালো হয়ে যায়" - অবশ্যই তাতে মন ভালো হয়ে যায়।
ছবির প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৮| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৪
নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর ছবিগুলো! নিজে যেতে পারি না বলে আক্ষেপ তো আছেই তবে কেউ ঘুরলে এবং ছবি দিলে সেসব দেখেই বরং এখন চোখটা একটু জুড়ানোর চেষ্টা করি। আল্লাহ সুস্থ রাখুন আপনাদের, আরো বেশি বেশি এমন ব্লগপোষ্ট যাতে দিতে পারেন সেই দোয়া করছি।
১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর, মনছোঁয়া একটি মন্তব্যের জন্য। কাজ ছাড়া, আমিও অনেক দিন পরে সেদিন ঘুরতে বেড়িয়েছিলাম।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
৯| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩১
মোহামমদ কামরুজজামান বলেছেন: পরিবেশ ও প্রকৃতির মাঝেই মানুষের জীবনের জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি মিলে । আর তাইতো সবারই সময় সুযোগে মাঝে মাঝে কিছুটা সময় করে হলেও প্রকৃতির মাঝে কাটানো উচিত।
আর সেটা যদি আমাদের এই রুপসী বাংলার তবে তা সোনায় সোহাগা । সবগুলি ছবিই চমতকার হয়েছে এবং লেখা ও । আর তাই সব মিলিয়ে +++।
১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
খায়রুল আহসান বলেছেন: "পরিবেশ ও প্রকৃতির মাঝেই মানুষের জীবনের জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি মিলে । আর তাইতো সবারই সময় সুযোগে মাঝে মাঝে কিছুটা সময় করে হলেও প্রকৃতির মাঝে কাটানো উচিত" - ভালো বলেছেন এ কথাগুলো। আমিও আপনার সাথে একমত।
"+++" মন্তব্যে এসেছে। কিন্তু প্লাসদাতার নাম তালিকায় উঠেনি, যথাস্থানে ক্লিক না করার জন্য।
১০| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
আশেপাশে কোন ঘর বাড়ী নেই, নির্জন এলাকা?
১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: খুব নির্জন এলাকা নয়, তবে ঢাকার অন্যান্য এলাকার মত ঘনবসতিপূর্ণ হয়ে উঠেনি এখনো। সামনের বড় রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়ে গেলে খুব দ্রুতই ঘনবসতিপূর্ণ হয়ে যাবে। এখনই প্লট করে অনেকে বাড়ি করেছে। আমরা যেখানে ছিলাম, সেটা ছিল একটা লেইনের একেবারে শেষ প্রান্তে। তার পাশেই ছিল নদীটি। এজন্য ঘর বাড়ির ছবি তেমন আসেনি, থাকলেও সেভাবে ছবি তুলতাম না। খোলা আকাশ, গাছপালা আর নদী বাদ দিয়ে কেই বা চাইবে ঘরবাড়ির ছবি তুলতে!
১১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো সুন্দর। তবে শেষের দিকের ছবিগুলো বেশি ভালো লেগেছে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা আপনাকে।
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: শেষের দিকের ছবিগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হ'লাম। মন্তব্য এবং 'লাইক' এ অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা....
১২| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং 'লাইক' এ অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....
১৩| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৯
শায়মা বলেছেন: বাহ ভাইয়া! শরতের ছবির পরে হেমন্তের ছবি ব্লগও চাই।
আমাদের এই ছয় ঋতু বৈচিত্র নিয়ে আমাদের আসলেই কত কথাই না বলার আছে।
আগের দিনে কবিরা যাও বলতো আজকাল কেউ তেমন করে না বললেও ছবিতে ধরে রাখে সেও বা কম কি?
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: "শরতের ছবির পরে হেমন্তের ছবি ব্লগও চাই" - আচ্ছা, দেখা যাক! আপনিও একটা হেমন্তের ছবি-ব্লগ নিয়ে নেমে পড়ুন।
"আমাদের এই ছয় ঋতু বৈচিত্র নিয়ে আমাদের আসলেই কত কথাই না বলার আছে" - জী, অবশ্যই!
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা!!!
১৪| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৬
কামাল১৮ বলেছেন: ছবিগুলো সুন্দর।ওখানে কি আপনার প্লট আছে।
১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮
খায়রুল আহসান বলেছেন: না, ওখানে আমার কোন প্লট নেই। এমনি বেড়াতে গিয়েছিলাম, একটা ক্লাবে বসে কিছুক্ষণ গল্প করেছিলাম কয়েক বন্ধু মিলে।
ছবির প্রশংসার জন্য ধন্যবাদ।
১৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: শরত কাল আমার ভীষন পছন্দ।
১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৭
খায়রুল আহসান বলেছেন: আমারও, তবে গরমটা মাঝে মাঝে বেশ অসহ্য মনে হয়। সেদিক থেকে, হেমন্তকেই আমি ভালো পাই। হেমন্ত একটা নিরীহ ঋতু, তেমন শান শওকত নেই, কিন্তু কৃ্ষকের মুখে অন্ন যুগিয়ে যায়। আসতে না আসতেই এ ঋতুটি চোখের পলকে বিদায় নিয়ে যায় কোন ঘনঘটা ছাড়াই, তবে প্রকৃ্তিপ্রেমী এবং শিল্প সাহিত্যপ্রেমীদের মনে অবশ্য তার মায়া রেখে যায়।
১৬| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ছবির সমাহার। ইসিয়াক ভাই বলেছেন শ্যামা পাখির কথা । আমার কাছে ফিঙে মনে হচ্ছে ।
১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমার কাছেও পাখিটিকে ফিঙে মনে হয়েছে।
অনেকদিন পরে আপনাকে পোস্টে পেয়ে প্রীত হ'লাম।
১৭| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৩
সোহানী বলেছেন: আরে দারুন সব ছবিতো!
সাদা কাশফুলের বন আমার অনেক অনেক পছন্দ। তবে এখানে কেমন সোনালী রং এর কাশফুল দেখেছি। কি নাম তা জানি না তবে ভালো লেগেছিল। একটা ছবি শেয়ার করলাম।
১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: সোনালী রঙের কাশফুলও তো দেখছি বেশ সুন্দর! হেমন্তের রোদের নরম আলোর মত।
ছবিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৪
সোহানী বলেছেন: যথারীতি ছবি বাঁকা
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: হোক না সেটা বাঁকা! একটু ঘাড় ঘুরিয়েই নাহয় দেখলাম!
১৯| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
নৈঃশব্দের শব্দ মাখা স্নিগ্ধ সব ছবি! অপরাহ্ণের মৌনতা দিয়ে ঘেরা.......
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: "নৈঃশব্দের শব্দ মাখা স্নিগ্ধ সব ছবি! অপরাহ্ণের মৌনতা দিয়ে ঘেরা" - চমৎকার মূল্যায়ন করে গেলেন, ছবিগুলোর।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
২০| ১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: ছবিগুলো সুন্দর খুব।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ অনেক।
২১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো।
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: "চমৎকার হয়েছে ছবিগুলো" - অনেক ধন্যবাদ, ছবির প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে প্রাণিত।
অনেক দিন পরে ব্লগে এলেন মনে হয়। আশাকরি, ভালই ছিলেন এতদিন, এবং আছেন?
২২| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: ছবি বর্ননা খুবই ভালো লাগল। ভাই আপনি কেমন আছেন?
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি এখন কেমন আছেন?
"ছবি বর্ননা খুবই ভালো লাগল" - অনেক ধন্যবাদ।
পরিত্যক্ত ভরতখালী রেল-স্টেশন নিয়ে লেখা আপনার পোস্টটি আমার মনে অনেক স্মৃতি জাগিয়ে গেছে। ইন শা আল্লাহ, শীঘ্রই সে পোস্টে একটি মন্তব্য করবো।
২৩| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৫
নজসু বলেছেন:
ছবিগুলো তো ছবির চেয়েও সুন্দর।
২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ বলেছেন তো! + +
ছোট্ট মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: ছবিগুলো সুন্দর। ছবিতে পাখিটি কি শ্যামা পাখি?