নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ এখনই সময়!

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

প্রতিটি প্রশ্বাসে আয়ু কমে যায়,
প্রতিটি নিঃশ্বাসেও;
প্রতিটি সেকেন্ডে টিক টিক করে
ঘড়ির কাঁটাটা আমাদের অগোচরে
এগিয়ে নিচ্ছে নিশ্চিত গন্তব্যপানে।

অন্ততঃ একটি ভালো কাজ করার
এখনই সময়;
যা কিছু মন্দ, সব পরিহার করার
এখনই সময়!
এভাবেই থাকা যাবে সকলের স্মরণে।


ঢাকা
১৫ নভেম্বর ২০২১

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



পেছনে-পড়া সমাজে বড় হওয়াতে, আমরা উপযুক্ত সময়টা কখনো টের পাইনি, উপযুক্ত সময় আসলেই 'এখন'।

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

খায়রুল আহসান বলেছেন: "উপযুক্ত সময় আসলেই 'এখন'" - আপনি ঠিক বলেছেন, আমিও এটাই বলতে চেয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫

জুল ভার্ন বলেছেন: সব সময়ই ভালো কাজ করতে চেয়েছি, চেষ্টা করেছি ভালো কাজ করার এবং করেই যাবো
বরাবরের মতোই সাবলীল প্রকাশ।
শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের কথা জেনে মুগ্ধ হ'লাম। মন্তব্যে প্রীত ও প্রাণিত।

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: ভালো বলেছেন। সময় এবং স্রোত কারো অপেক্ষা করে না। আমরা একসময় ধরায় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না এটাই কঠিন বাস্তবতা।

নিজেকে নিজে প্রশ্ন করা যেতে পারে, "আমি এমন কি করলাম যার দরুন এই পৃথিবী আমাকে মনে রাখবে, ন্যূনতম-নিজ দেশ/সমাজ/পরিবারের কিছু লোক আমায় মনে রাখবে-অনন্ত কাল না হোক, এক প্রজন্ম অন্ত্যত মনে রাখবে"

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন! মন্তব্যে প্রীত ও প্রাণিত হ'লাম।

৪| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ ভালো কাজ করে যাবো।

আল্লাহ ভরসা

খুব সুন্দর কাব্য

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাসটির জন্য এবং সদিচ্ছা প্রকাশের মাধ্যমে এখানে একটি সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে ধন্যবাদ।
আল্লাহতা'লা আপনার মনের ইচ্ছা পূরণ করুন!
শুভকামনা....

৫| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পৃথীবিতে ভাল মানুষেরা ভাল কাজই করে,এটাই জগতের নিয়ম।কিন্তু ধর্ম কিছু ভাল মানুষকে দিয়েও খারাপ কাজ করিয়ে নেয়।এটা নিজের চোখে দেখেছি একাত্তুরে।

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: "ভাল মানুষেরা" কোন খারাপ কাজ করলে সেটা তথাকথিত 'ভালো মানুষ'দেরই দোষ, ধর্মের দোষ নয়। কোন ধর্মই মানুষকে খারাপ কাজ করার শিক্ষা দেয় না বলেই আমার বিশ্বাস।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

ডঃ এম এ আলী বলেছেন:




এখনই সময় সঠিক উপলব্দি ও ভাবনার কাব্যিক প্রকাশ।
সঠিক সময় নিয়ে আমাদের ভাবনার অনেক বেশী প্রয়োজন।
অনেক বয়স্ক মানুষেরা( সকলেই নন ) মনে করেন তাদের
শিশুদেরকে এখন্ই সবকিছু শিখিয়ে দিতে হবে , তাদের
কাধে বইএর বোজা চাপিয়ে দিতে হবে , তিনটি ভাষায়
(বাংলা , ইংরেজী আরবী) পড়তে বলতে লিখতে শেখাতে
হবে , আর নীজেদের বেলায় বিশেষ করে যারা এখনো
পাঁচ ওয়াক্ত নামাজ ও রোজা রাখেনা( সকলেই নন)
তারা মনে করেন বয়স বাড়লে পরে ধর্মে কর্মে আরো
বেশী মনযোগী হবেন, এখন একটু গাছাড়া হয়ে
থাকলে তেমন ক্ষতি নেই , পরে পুষিয়ে নিবেন।
যাহোক সঠিক বিষয উপলব্দি করার ও সেমত
নীজেদের জীবনাচার পরিচালনা করা প্রয়োজন।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: "সঠিক উপলব্দি ও ভাবনার কাব্যিক প্রকাশ" - আপনাকে অশেষ ধন্যবাদ, এমন প্রেরণাদায়ক মূল্যায়নের জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই সত্য উপলব্ধি। কাব্যে ভালোলাগা রইলো।
পোস্টে লাইক।
পোস্টে অতিরিক্ত পাওনা ডক্টর আলী ভাইয়ের কমেন্টেটি।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
বরাবরের মত ডঃ এম এ আলী আমার এ পোস্টেও এসে একটি প্রেরণাদায়ক মন্তব্য করে গেছেন। আপনারূ মন্তব্যে সেটার মূল্যায়ন হলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই শেষের দিকে ছুটে চলা।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: শুরুর দিন থেকেই শেষের দিন গোনা, শেষের পথে চলা। তাই আপনি ঠিকই বলেছেন, "সবটাই শেষের দিকে ছুটে চলা"।

৯| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মরে যায় তাকে বাঁচিয়ে রাখে ভালো কর্ম। তাই অনন্ত একটা ভালো কাজ করা উচিত।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিক বলেছেন। 'এখনই' অন্ততঃ একটা ভালো কাজ করা উচিত এবং ক্রমান্বয়ে সে সংখ্যাটা বাড়ানো উচিত।

১০| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটি কবিতা পাঠ করলাম।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১১| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন: উপলোব্দির দারুন প্রকাশ।

শুভকামনা সবসময়।

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনেকদিন পরে এলেন আমার কোন পোস্টে!
ভালো থাকুন, শুভকামনা....

১২| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: বাহ !!

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.