নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ আজ মধ্যাহ্নে তোলা কিছু ছবি

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫


তিন কন্যা
TheThree Maidens


আমার লেখালেখি প্রায় বন্ধ বললেই চলে। গদ্য, পদ্য, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা- কোন কিছুই লিখতে ইচ্ছে করছে না। চারিদিকের বিশৃঙ্খলাই হয়তো মনের উপর প্রভাব ফেলছে। দেশটাকে মনে হচ্ছে 'A ship without a rudder'। এমন বেহাল অবস্থায় প্রকৃতিই বড় আশ্রয়। আজ দুপুরে হাঁটার সময় তাই কিছুক্ষণ ফুলের সাথে কাটালাম। আর ভাবলাম, এ সুন্দর ফুলগুলোর ছবি (ফুলগুলো অবশ্যই সুন্দর, ছবিগুলো হয়তো আমার অদক্ষতার কারণে তেমন সুন্দর হয়নি) ব্লগে শেয়ার করলে কেমন হয়! তাই বেছে বেছে সাতটি ছবি এখানে শেয়ার করলাম। আর সবশেষে একটা গান শুনলেও বোধহয় মন্দ হয় না। শুনুন তাহলে বহু বছরের পুরনো, আমার শৈশবে বহুশ্রুত, প্রিয় একটি গানঃ

সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়।

দিয়েছো এনে একটি কলি,
ভাবনা জাগে কি যে বলি!
বলতে গিয়ে তোমায় দেখে লাগে মনে ভয়
জানি না কি যে হল, কেন এমন হয়!

বোঝনা কেন এ নীরবতা,
এই তো আমার সকল কথা।
তুমি তো জান আমার সবই,
তোমার মত নইতো কবি,
তোমার মত বলা তো আর সহজ কথা নয়,
নীরবে নিলাম জেনে তোমার পরিচয়!

https://www.youtube.com/watch?v=S1FVdLH8vBM

আজকের হাঁটাপথে দেখা কিছু ফুলেল হাসি.... ১২-১২-২০২১, সময় ১২০৮-১২১০ অপরাহ্ন
Floral greetings astride my walkway.... today between 12:08 – 12:10 pm, 12-12-2021


বিনয়ী
Humble


রঙে ও শুভ্রতায় গুচ্ছ হাসি
A blend of white and colour.... smiles in a cluster


মা ও মেয়ে
Mother and Daughter


বর্ণিল বন্দনা - চোখ ফেরানো কঠিন!
Blushing adoration- difficult to take the eyes off!


লাজুক
Bashful


আনমনে আনন্দোচ্ছল
Lonely, but lively

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



এই দেশটা একটা জাহাজ, সন্দেহ নেই; ইহাকে জলদস্যুরা দখল করেছে।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

খায়রুল আহসান বলেছেন: জলদস্যুদের দখলমুক্ত হয়ে জাহাজটি পুনরায় গতি ফিরে পাক, সঠিক গন্তব্যপানে ধাবিত হোক!

২| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার ফুলেল পোস্ট!

১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর পোষ্ট।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ফুলের ছবি।

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় .....

ফুল দেখলেই এই গান আমার মনে আসে।

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: শাহনাজ বেগমের কণ্ঠে গীত এ গানটি সত্যিই খুব জনপ্রিয় ছিল এক সময়।
পোস্টে উল্লেখিত গানটি শুনেছেন?

৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ । ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। লেখাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: লাজুক
ভালো ছিলো ।
নৈবেদ্য।

১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০০

সোহানী বলেছেন: বাহ্ একই ফুলের এতো সুন্দর রং।

জাহাদের শুধু রাডারই না, ইন্জিন, সিগনাল, হাড্ডি, মাংস সবই বিকল হয়ে গেছে। কোথায় যে চলছে, কিভাবে যে চলছে সেটাই এখন বিস্বয়!!!!

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: "কোথায় যে চলছে, কিভাবে যে চলছে সেটাই এখন বিস্বয়!!!!" - আমার ভাবনাটাই আপনার এ মন্তব্যটুকুতে প্রতিফলিত হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জটিল ভাই আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন; উনি যা পোষ্ট করেছে, উহা আপনার কাছে রম্য মনে হলো? যা লেখা হয়েছে, সেটা আমাকে হেয় করার জন্য। উনি মে ও জুন মাসে আমাকে হেয় করার জন্য ৭২টি পোষ্ট লিখে ২০০০'এর বেশী মন্তব্য পেয়েছেন; কিন্তু তার আগে, ১০ বছর ব্লগিং করে ৪০০ মন্তব্য পেয়েছিলেন।

উনি আমাকে কমেন্ট ব্যান করায় আপনার পোষ্ট কমেন্ট করতে হলো।

২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: আমি ঐ পোস্টেই বলেছি, ওনার লেখাটা আমি ঠিক বুঝতে পারিনি।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১

সেডরিক বলেছেন: ফুলগুলো সুন্দর। আপনার তোলা ছবিগুলোও সুন্দর। ভালো লেগেছে কোন এডিট-ফেডিট না করে ছবি দিয়েছেন। ট্রু ফটোগ্রাফি।
শুভেচ্ছা

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: "ভালো লেগেছে কোন এডিট-ফেডিট না করে ছবি দিয়েছেন। ট্রু ফটোগ্রাফি" - আসল কথা হলো, 'এডিট-ফেডিট' কিভাবে করে তা আমার জানা নেই। জানলে কি করতাম, সেটাও বলতে পারছি না।

আমার কোন পোস্টে খুব সম্ভবতঃ এটাই আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি !
এই ফুলগুলো এতএত মিস্টি রঙের হয় যে দেখলেই মন ভরে যায়।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: "এই ফুলগুলো এতএত মিস্টি রঙের হয় যে দেখলেই মন ভরে যায়" - একদম ঠিক বলেছেন। মাটি থেকে মাথাটা উঁচিয়ে মৃদু বাতাসে হেলেদুলে ওরা যখন পুষ্পপ্রেমীদেরকে অভ্যর্থনা জানায়, তখন সত্যিই 'মন ভরে যায়'।

ছোট্ট, সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর করে তুলে এনেছেন
হাটা পথে দেখা ফুলের ছবিগুলি ।
টাইরিয়ানপোশাকে উজ্জ্বল
পাপড়ি মেলা মা ও মেয়ে ফুলগুলি
কি সুন্দর করেই না দিয়েছে বর্ণিল হাসি।
তাদের নিত্য দিনের প্রিয় পথচারিকে
স্বলজ্জ চোখে দেখে আর ভাবে
তারি সাথে একত্রিত হয়ে একসাথে
উভয়ে যেন হয়েছে প্রস্ফুটিত ।
প্রিয় পথচারীর কলম আর ক্যমেরার
কল্যানে স্বল্প আয়ু নিয়ে মা ও মেয়ে
একসাথে বিবর্ণ ও মৃত্যু বরন
করার দু:খ টুকুও গিয়েছে ভুলে
পেয়েছে ঠাই অগনিত পাঠকের মর্মমূলে।

শুভেচ্ছা রইল

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: "প্রিয় পথচারীর কলম আর ক্যমেরার
কল্যানে স্বল্প আয়ু নিয়ে মা ও মেয়ে
একসাথে বিবর্ণ ও মৃত্যু বরন
করার দু:খ টুকুও গিয়েছে ভুলে
পেয়েছে ঠাই অগনিত পাঠকের মর্মমূলে" - কি চমৎকার করেই না বলে গেলেন কথাগুলো! একেবারে লেখকের মর্মমূলে পৌঁছে গেল! সেই সাথে প্লাসটিও অনেক প্রেরণা যুগিয়ে গেল!
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি আগে দেখেছিলাম কিন্তু সময়াভাবে মন্তব্য করতে পারেনি। ফুলগুলো নিঃসন্দেহে সুন্দর দারুণ মিষ্টি।++
। পথভ্রান্ত জাহাজ তার কিনারা পাক। কেটে যাক মনের বিষণ্নতা।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: "পোস্টটি আগে দেখেছিলাম কিন্তু সময়াভাবে মন্তব্য করতে পারেনি" - জ্বী, পোস্টটি্তে আপনি আগেই ভাললাগা (+) জানিয়ে গিয়েছিলেন, তা আমি লক্ষ্য করেছি। এখন এসে প্রেরণাদায়ক মন্তব্য করে গেলেন। দুটোতেই প্রীত ও প্রাণিত।

"পথভ্রান্ত জাহাজ তার কিনারা পাক। কেটে যাক মনের বিষণ্নতা" - অনেক, অনেক ধন্যবাদ।

আপনি কেমন আছেন সপরিবারে? দিনগুলো ভালো কাটছে তো? ভ্যাক্সিনের দুটো ডোজই নিয়েছেন তো? ব্লগে আসা যাওয়া অনেক কমিয়ে দিয়েছেন। আশাকরি, সার্বিক কুশলেই আছেন।

শুভকামনা.....

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো খুব সুন্দর।
সময়টা হয়তো এখন অস্হিরতার।মনের উপর তার প্রভাব তো কিছুটা পড়বেই।
আপনার মন সবসময় ভাল থাকুক সে কামনায় করি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: "আপনার মন সবসময় ভাল থাকুক সে কামনায় করি" - অনেক ধন্যবাদ, আপনার এ আন্তরিক শুভকামনার জন্য।
ছবির প্রশংসায় এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী স্যার আপনাদের দোয়ায় ও উপরওয়ালার করুণায় ভালো আছি। করোনা পরবর্তীকালে চাপ অত্যধিক বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে আমার ছাদ বাগান ও লেখালেখি উভয় স্থানে। এই মুহূর্তে একটু চাপ কম থাকলেও নতুন বছরের শুরু থেকেই যে প্রচণ্ড চাপে থাকতে হবে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত। জানি না আগের মত আর সময় বার করতে পারব কিনা...
নতুন বছরের সশ্রদ্ধ শুভেচ্ছা সহ সালাম আপনাকে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়, সপরিবারে, সুস্বাস্থ্যে। আগে জীবন, জীবিকা ও পরিবার; তারপরে ব্লগিং এবং ফেসবুকিং।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.