নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলের চাদর সুবাস মেখে দেয় রাঙিয়ে বসন্ত !
সে ফুল দেখি রূপ ছড়িয়ে তোমার খোঁপায় খসন্ত !
টানছো তুমি, টানছে সাথে আগুন ঝরা দুপর, রাত !
আগুন ডাকে ঝাঁপ দেবো আজ, ধরবে তুমি আমার হাত ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন তো !
২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫
লেখোয়াড় বলেছেন:
আপনার এখানে আগে এসেছি কি না মনে পড়ছে না।
তবে মনে হচ্ছে এসেছি। আর না এস থাকলে অনেক মিস করেছি এত দিন।
আপনার বিচিত্রসব লেখা।
ধন্যবাদ ও শুভকামনা।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমি এখন খুব বেশী সময় দিতে পারছি না বলেই হয়তো আপনার নজর এড়িয়ে গেছি। আপনাকে আমার ব্লগে পেয়ে আমারো ভালো লাগছে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
শ।মসীর বলেছেন: আজ ভালবাসার দিনে
সব পথ মিশে গেছে প্রজন্ম চত্বরে
আমরা পথ হেঁটে যাব
আগুন ঝরা বসন্ত দিনে।
রঙে রঙ্গীন, হৃদয়ে আগুন
নতুন বারতা নিয়ে এসেছে ফাগুন ।
পাতা ঝড়া দিন এসেছি পেছনে ফেলে
সবুজের সমারোহে কৃষ্নচূড়া লাল
সারা বাংলা হয়েছে উত্তাল
তুমি আমি , হাতে রেখে হাত
জেগেছে জনতা গড়বে ইতিহাস ।