নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর ক্রিকেট নিয়ে লিখছি। বাধ্য হয়ে। জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে দুই ইনিংসে মিলে ৫৭৬ রান করে ফেলেছে ! হাতে আছে আরো ৩ উইকেট। মাঠে আছেন টেইলর। বাংলাদেশের বহু দুর্গতির কারণ হয়েছেন তিনি। বাংলাদেশ করেছে ১৩৪। সব উইকেট হারিয়ে। ফলে জিম্বাবুয়ের লিড এখনই ৪৪২। সেটা কততে ঠেকতে পারে ? ৫০০ রানের বেশি হলেও অবাক হবার সুযোগ কই ?
দেশে এশিয়া কাপ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, আর সদ্য শ্রী লঙ্কা সফরের পর এ খেলা হজম করতে পারছি না। সাকিব, তামিম, মাশরাফির অভাব বুঝতে পারিনি শ্রী লঙ্কায়। এখন সাকিবও আছেন দলে !
টসে জিতে ফিল্ডিং নিয়ে বহু সর্বনাশের পরও কেন যে টিম ম্যানেজমেন্ট ফিল্ডিং নেবার কথা ভাবে সেটা বুঝতে পারছি না।
কত রানে হারতে চলেছে বাংলাদেশ ? সেটা ২শ’ না ৩শ’ রানে ?
নাকি লড়াই করে সম্মানজনক পরাজয়ের পুরনো স্বাদ দেবে আমাদের ?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। ম্যাচ ড্র করার ধৈর্য কই আমাদের। প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ভালো বোলিং শুরু করলো তখন জিম্বাবুয়ে কিভাবে সাবধানে ধৈর্য ধরে খেললো ! মাঠে থেকে দুই দিনে সেই খেলা দেখার পর আমাদের ধৈর্যশীল ১৩৪ !!!!!!!!!!!!!!!!
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আজকের দিনটি বড় লজ্জার।
টেলর বার বার দাঁড়িয়ে যাচ্ছে, এটা ও দারুন ব্যর্থতার।
কিন্তু বোলারদের ব্যর্থতা ব্যাটসম্যানদের ব্যর্থতার কাছে দাড়াতেই পারছেনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বোলিং খারাপ করেনি বাংলাদেশ। জিম্বাবুয়ে সাবধানে খেলেছে। আমরা জঘন্য ফিল্ডিং করলাম। আম্পায়াররা কিছু নিষ্ঠুরতাও দেখিয়েছেন।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বাংলাদেশ হারবে তো বটেই। কত রানে হারবে বলা মুস্কিল।
তবে ৪ দিনেই খেলা শেষ না হয়ে যায়।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খেলা কাল (৪র্থ দিন) শেষ হবার সম্ভাবনা ১১০ ভাগ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
বোকা_ছেলে বলেছেন: ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বাংলাদেশ হারবে তো বটেই।
কত রানে হারবে বলা মুস্কিল। তবে ৪ দিনেই
খেলা শেষ না হয়ে যায়।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ৫ উইকেট নাই। আরো এক সেশন বাকী। ৪ দিনেই শেষ হবে বলেই ভয় পাচ্ছি।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
দি সুফি বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমারো মন খারাপ।
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
রিফাত হোসেন বলেছেন: জিতবে বাংলাদেশ আশা রাখি
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কিভাবে ? ৪র্থ ইনিংসে চেজ করে জেতার বিশ্বরেকর্ড ৪১৮ রান। স্টিভ ওয়াহ'র অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা সম্ভব হয়েছে ব্রায়ান লারার মিরাকলে।
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ম্যাচে কোন মিরাকল না হলে বাংলাদেশ হেরে যাবে।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Yes, I do agree.
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
ইমাম হাসান রনি বলেছেন: বাংলাদেশ হারবে কিন্তু সেটা কত রানে সেইটা এখন একটা ব্যাপার
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: 250+
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
ধীবর বলেছেন: এতদিন ধারাবাহিকভাবে ভালো খেলার পর এমন কি হলো যে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৩৪ রানে অল আউট? সন্দেহ হচ্ছে প্রবল, দলের মধ্যে আবার কি পলিটিক্স ঢুকেছে?
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Only Allah can say.
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
আিম এক যাযাবর বলেছেন: ২৫০-৩০০ রানে হারবে, এই খেলা দেখে আর কি হবে???????
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ৩৩৫ রানে হেরেছে !
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
লিঙ্কনহুসাইন বলেছেন: টেইলর সেঞ্চুরি করার পর চিন্তা ভাবনা করবে ইনিংস ডিক্লেয়ার করার , তবে তার আগে যদি রবিউল চমক দেখাতে পারে তাহলে ৪৬০-৭০ এর মধ্যেই প্যাকেট হতে পারে জিম্বাবুয়ে । তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম , আর ম্যাচ ড্র ও হবার কোন সম্ভাবনা দেখতাছিনা ।