নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই শ' পঁয়ত্রিশ//
তোমার চোখের কোনে চকচক করে কার মুখ ?
নতুন বাহানা দেখে কেঁপে কেঁপে ওঠে এই বুক !
দুই শ' ছত্রিশ//
পাথরের বুকে নাকি ভেসে থাকে কাঁটাদার ফুল !
তোমার বুকে যে ফুটি কৃষ্ণকায় আমি ভিমরুল !
০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৪
হাবিব কবি বলেছেন: কাহিনী পরস্পরা শের/রুবাই হলে আরও খুশি হতাম।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনি যেটা বলেছেন সেভাবে শের লেখা হলে সেটা গজল হবে। রুবাই অবশ্য পৃথকভাবেই লেখা হয়। আমি সেভাবেই লিখছি। পড়ে মতামত দেবার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬
হাবিব কবি বলেছেন:
রুবাই নিয়ে আর একটু চিন্তা করে দেখতে পারেন।
ধন্যবাদ।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অবশ্যই চিন্তা করবো। অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
শ।মসীর বলেছেন: হারিয়ে যাওয়া গালিবের শের এর কালকেশন আবার কিনলাম সাগর পাবলিশার্স থেকে, ইচ্ছে আছে ব্লগে কস্ট করে সেটা লেখার !!! দেখি পারি কিনা ।
আর আপনিত নিজেই গালিব
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার কাছে গালিবের শের-এর যে বইটি আছে তা আবু সয়ীদ আইয়ুবের অনুবাদ। আপনারটি কার অনুবাদ ? ভিন্ন লেখকের হলে ভিন্ন স্বাদ মিলবে। অপেক্ষায় রইলাম।
কি যে বলেন !!!!!
৫| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: !!!
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ !!!!
৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২
শ।মসীর বলেছেন: আবু সয়ীদ আইয়ুবের
আর কারোত পেলামনা !!!
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ওকে, বস।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ২টাই সুন্দর