![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্রি গলার ডাক শোনা যায় কাকের !
নেই যে বালাই বিরক্তিকর ডাকের !
মারবে ঠোকর যখন যেটাই পাবে।
ঠিক থাকেনা কোনটা কখন খাবে !
দেখলে তাকে পিত্তি জ্বলে আমার।
ডাকতে গেলে হুঁশ থাকে না থামার !
তার চেহারা কুচকুচে খুব কালো।
হঠাৎ নজর তার রঙে আটকালো !
কালোর ভেতর কেমন যেন লাগে
কেউ দেখিনি তেমন করে আগে !
কোথায় যেন একটু কোমলতা
তার গায়েতে করছে মাখামাখি !
যখন সেটা বসছে নীরব হয়ে
ইচ্ছে করে একটু কাছে ডাকি !
দূর থেকে সে দেখতে যতোই বাজে
আমার দেশের নিত্য সাথী পাখি !
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধইন্যা। হা হা হা !
২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯
শ।মসীর বলেছেন: কাক দল খুশি হবে এই কবিতায়
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !
৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: কাক নিয়া ছড়া পড়ে আরাম পাইছি
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪
শ।মসীর বলেছেন: Click This Link
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ক্লিকাইলাম।
৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।দারুণ হয়েছে।কাকের সংখ্যা সমাজে বেড়ে গেছে খুব।
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কাকের সংখ্যা বেড়ে গেছে ! সর্বনাশ ! কবিদের কি হবে ? হা হা হা !
৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫
বোকামন বলেছেন:
বেশ ! দারণ লাগলো পড়তে !! ২+
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭
বাবু ইসলাম বলেছেন: প্যালাচ দিলাম। সিরাম হইছে।