নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

ঈদের প্রকারভেদ (ছড়া)

০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ছোট্ট বাবুর ঈদের মজা নতুন জুতা-জামায়।

নতুন সাথীর ঈদের খুশী আকাশ টেনে নামায়!

ধনীর ঈদে রং বাড়াবে বিদেশ ফেরৎ বাজার।

লক্ষ টাকার মামলা সেটা কূল পাবে না হাজার !

তার ছোটরা আসর বসায় শপিং মলে মলে

সকাল দুপুর রাত্রিজুড়ে তাদের শপিং চলে।

সব চে বড়ো ভীড় লেগে যায় পুরান চাঁদনী চকে;

কেউ সেখানে বেজায় জেতে কেউ সেখানে ঠকে।

তার পাশেতে বাজার জমে খোলা আকাশ তলে

অল্প টাকায় ঈদের বাজার ফুটপাথে যে চলে !

পুরান কাপড় কিংবা জাকাত জুটছে কারো ঈদে

কেউ থেকে যায় এসব ছাড়াই ভাগ্যে জোটে ক্ষিধে !

পথের হাজার অত্যাচারে বাঁধ মানে না মনে;

ছুটছি সবাই গাঁয়ের পথে শিকড় অণ্বেষনে !

হরেক রকম মজায় ভরা ঈদ এসেছে ঘরে

ঈদের খুশী ভাগ করেছি নিজের মতো করে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা বর্তমান চিত্র পাওয়া গেলো ঈদের প্রকারভেদ নামক ছড়াটিতে। খুব ভালো লিখেছেন কামাল ভাই।

ক্ষিধে না লিখে খিদে লেখাটাই ভালো শোনায়/দেখায় আমার মতে। ছোটোখাটো আরো দুয়েকটা বানান দেখে নেবেন, যেমন অন্বেষণ ;)

ঈদ মোবারক।

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

শ্যামল জাহির বলেছেন:
ভাল্লাগছে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.