নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

আমি গাধা বলছি

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

শীর্ণ দু’টি পায়ে দাঁড়াবার

এতো শক্তি ছিলো ? আজব কারবার !

খাদ্যের চিন্তায় ভরা

যন্ত্রনায় নুয়ে পড়া

আমার মাথায়

এতোটা চাপানো যায় !

জানতে পেতাম না কোনোদিন

যদি তাঁরা (আজকাল যাদের সুদিন)

দয়া করে তাঁদের বেবাক দায়

বেসরকারী আমার মাথায়

একে একে না চাপিয়ে নিজেরা বইতেন

সব জ্বালা নিজেরা সইতেন।



বেবাক আকাম

জানের মায়ায় মুখ বুঁজে সই অবিরাম।



আমি এই জনতার একজন,

গাধার খাটুনি খাটি সবার মতোন।

গাধার মতোই

হেঁটে চলি, নেই হৈ চৈ।



তবে একটি কথা,

প্রভুরা, সমঝে চলুন।

হাড্ডিসার পা দু’খানা বড়ো শক্ত, কি করি বলুন ?



নিজেই জানি না, কখন কি হয় ?

হোক ঠান্ডা, মেজাজ তো তাই বড়ো ভয় !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

সদয় খান বলেছেন: ভাল লাগলো ।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

লেখোয়াড় বলেছেন:
আমি লেখোয়াড় বলছি।
একটি নিত্য-নৈমিত্তিক কবিতা হয়েছে।

ভাললাগা জানিয়ে গেলাম।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভালো লাগা জানাবার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

বোকামন বলেছেন:

ঠিকই বলেছেন-
বেবাক আকাম
জানের মায়ায় মুখ বুঁজে সই অবিরাম।


আমাদেরই ব্যর্থতা ...

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: স্যার টাইটেল পড়েই নিজেকে গাধা মনে হচ্ছে। :(

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঘাবড়ে দিলেন তো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.