নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ২২৮/৫ !

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

মুশফিক সকালে টসে জিতে ব্যাটিং নিয়েছেন সে জন্য তাঁকে ধন্যবাদ জানাই।কারণ বাংলাদেশ টসে জিতলেই ফিল্ডিং নেয়ার জন্য মুখিয়ে থাকে এবং যথারীতি ধোলাই হয়।



ব্যাটিং নিয়ে মন ভালো করেছেন। কিন্তু সবাই ব্যাটিং করেছেন ঘোড়ায় জিন চাপিয়ে।দলীয় প্রথম ৫০ রান হয়েছে ৫৭ বলে !!!!!!!!!!!



টেস্টটাকে কেন যে আমাদের দল কখনো ওয়ান ডে স্টাইলে কখনো টি২০ স্টাইলে খেলে তা জানি না। চট্টগ্রামে মোমিনুলের এ স্টাইল কাজ করলেও এবার তা খাটেনি খুব একটা।



নার্ভাস নাইনটিজ বলে একটা কথা ক্রিকেটে চালু আছে। আমরা নার্ভাস ফোরটিজও চালু করার পথে আছি। তামিম ১৫৩ বলে ৯৫ রানে আউট। এটা দেখলে টেস্ট টেস্ট লাগলেও খেলার স্টাইলটা তা ছিলো না। তামিম ৫ ও ১০ রানে দু’বার লাইফ পেয়েছিলেন। আউট হবার আগের বলে চার মেরে ৯৫ করলেন। ঠিক পরের বলটি প্রায় কাঁধ বরাবর বাউন্স করেছে। ওটাকে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট ! নার্ভাস নাইনটিজ বলে যা বোঝায় এটাকে তা বলারও সুযোগ নেই। সাধারণত: অতি সাবধানে খেলতে গিয়ে আউট হবার কারণেই তার নাম নার্ভাস নাইনটিজ। এটার ব্যাকরণও আমরা বদলে দিচ্ছি।



মার্শাল আইয়ুব ৪১ আর মোমিনুল ৪৭ করে আউট।প্রথম টেস্টে প্রথম বলে আউট হবার পরে দ্বিতীয় ইনিংসে তামিম আউট হয়েছেন ৪৬ রানে। নাসির হোসেনও প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে আউট(পরের বার তাঁকে নামতে হয়নি)।



এবার বুঝুন কেন বলেছি নার্ভাস ফোরটিজ ! কেন সেটাকে বলছি বাংলাদেশ স্পেশাল !



সব মিলে চা বিরতিতে যাবার সময় বাংলাদেশ ২২৮/৫।



ক্রিজে আছেন মুশফিক। ব্যাট চালাবার মতো বাকী আছেন নাসির হোসেন আর সোহাগ গাজী। এ অবস্থায় সাড়ে ৩ শ’ হলেই আমি খুশী হবো।



চা বিরতিতে যাবার পর মিরপুরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। (তাহলে কি মেঘ দেখে বাংলাদেশের এ ব্যাটিং দৌড় !!!!!!!!!!!!)



এরপরেও বাংলাদেশের সাথে আছি। কারণ এরকম বেদনার সাথে আনন্দও দেন সাকিব, মুশফিক, তামিমরা !!!



লাইভ খেলার লিঙ্ক

http://www.apontv.com/



লাইভ স্কোর কার্ড

Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

শহিদুল বলেছেন: বিশেষ করে সাকিব পুরাই টি২০ প্লেয়ার হয়ে গেছে!

মুশফিক নাসির যদি একটু বুঝে শুনে খেলে তাহলে বাকিদের নিয়ে ৪০০ হয়ে যাওয়ার কথা
দেখা যাক কি হয়
শুভকামনা

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ৪০০ করুক বাংলাদেশ।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

হযবরল আমি বলেছেন: এখনকার অবস্থায় ৩৫০কে বলতে হবে ভালই স্কোর। তবে দলটার নাম বাংলাদেশ। ৩০০ এর নিচে অল আউট হলেও অবাক হব না, তেমনি ৪০০+ স্কোরটাও এখনো অসম্ভব নয়।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঠিক বলেছেন।বাংলাদেশ, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ এই দলগুলো কখন কি করবে তা বলা মুশকিল।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যে রকম পিচ আর রান আসছিলো, ব্যাটে বল আসছিল দারুন, এ অবস্থায় উইকেট বেশিই পড়ে গেল।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। উইকেট পড়েনি। উইকেট বিলানো হয়েছে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: মনে হচ্ছে দু'দলই সমান অবস্থানে আছে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এমনিতে স্কোর খুব খারাপ না। আপত্তি হলো খেলা আর উইকেট উপহার দেয়া নিয়ে।

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

হযবরল আমি বলেছেন: ৩০০ এর নিচেই অল আউট হইল... :(

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সেটাই। বোলিংয়ে কি করে আল্লাহ মালুম। এ টেস্টে মূল প্লেয়ার হলো বৃষ্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.