নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু ব্লগের উদ্যোগে বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। আমি ২০১১ বা ১২ সালে তাতে অংশ নিয়েছিলাম। এর আগে পরে আমি এতে অংশ নিইনি। গত কয়েক বছর ধরে ব্লগ দিবস পালিত হচ্ছে না। হঠাৎ কেন জানি ব্লগ দিবসের কথা মনে পড়ায় একটা পোস্ট দিলাম।
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30219713
আজ মনে হলো এটা শুরু হলো কবে, তার একটা খোঁজ করি। তাতে দেখছি ২০০৮ সালের ১৪ ডিসেম্বর নোটিশ বোর্ড ১৬ ডিসেম্বর ব্লগ দিবস পালনের জন্য পোস্ট দেন। তাতে কর্মসূচি ছিলো-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/28882354
কিন্তু বিজয় দিবসের দিন ব্লগ দিবস পালনের বিষয়ে বেশ কিছু ব্লগার আপত্তি তোলেন। সে প্রেক্ষিতে নোটিশ বোর্ড আরেকটি পোস্ট দেন ১৫ ডিসেম্বর। কর্মসূচিকে বিজয় দিবসের সাথে সম্পৃক্ত করা হয়। শিরোনাম হয় বিজয় দিবস পালনের জন্য-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/28882720
তারিখ নিয়ে নানা মত থাকায় সামু কর্তৃপক্ষ ২০০৯ সালের ১৯ ডিসেম্বর প্রথম বারের মতো ব্লগ দিবস পালনের ঘোষণা দেয়-
“বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা' কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া ১৫ ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে, এমনটাই ভাবা হয়েছিলো। ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান, ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে একটি বিশেষ দিবসের আয়োজন বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করবে। সকলের অংশগ্রহণে এবং পারষ্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ বিশ্বময় মর্যাদা পাবে। তাই একটি “বাংলা ব্লগ দিবস” নির্বাচন জরুরী। তা হতে পারে ডিসেম্বরের যে কোন একটি দিন যা সবার অংশ গ্রহণ নিশ্চিত করবে স্বতঃস্ফূর্তভাবেই। অবশেষে সবকিছু বিবেচনায় এনে এবং সকলের পরামর্শ অনুযায়ী সামহোয়্যার ব্লগ টিম ঘোষণা দেয়ঃ
"আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯ শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯ শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫ টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।"
http://www.somewhereinblog.net/blog/arjansoul/29893609
২০০৯ সালেই সামু ব্লগের উদ্যোগে ব্লগ দিবস পালন শুরু হয়।
২০১০ সালে দ্বিতীয়বারের ব্লগ দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর ব্লগ প্রতিযোগিতার ঘোষণা আসে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29288734
১৯ ডিসেম্বর বিকাল ৫টায় গুলশানের সামু অফিসে হয় ব্লগ দিবসের অনুষ্ঠান-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29292413
১৯ ডিসেম্বর ২০১১ পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে ৩য় ব্লগ দিবস পালিত হয়। অংশ নেয় সামুসহ ১৩টি ব্লগ-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29504553
২০১২ সালের ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সামুসহ ১১টি ব্লগ সম্মিলিতভাবে ৪র্থ বাংলা ব্লগ দিবস পালন করে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29721850
ঢাকার বাইরের ব্লগারগণ নিজ উদ্যোগে অনেক স্থানে ব্লগ দিবসটি পালন করেন।
২০১৩ সালের ১৯ ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবস পালনের প্রস্তুতি নিলেও সেটা পালিত হয় অন লাইনে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29906292
১৯ ডিসেম্বর ২০১৪ আরসি মজুমদার মিলনায়তনে পালিত হয় ৬ষ্ঠ ব্লগ দিবস-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29999978
২০১৫ সালে ৭ম ব্লগ দিবস পালিত হয় অন লাইনে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/30094958
২০১৬ সালের ৮ম ব্লগ দিবস পালন শুধু শুভেচ্ছাতেই সীমাবদ্ধ ছিলো-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/30173455
এসব ব্লগ দিবসে ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশে বিদেশে ব্লগারগণ নিজস্ব উদ্যোগে নানা বর্ণিল আয়োজনে পালন করেছেন বাংলা ব্লগ দিবস।
২০১৭ সালের ১৯ ডিসেম্বর আসছে ৯ম ব্লগ দিবস। তার ভাগ্যে কি আছে তা আমি জানি না। কারণ কর্তৃপক্ষ এখনো নীরব।
পুনশ্চঃ লিঙ্কগুলো কেন জানি কাজ করছে না। তাই কমেন্টে লিঙ্ক দিলাম।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় না হবে। হলে আরোও আগেই ঘোষণা করত হয়ত। তাও দেখা যাক কি হয়।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমারও তাই মনে হয়। দেখি না, আশা করতে দোষ কি ?
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হওয়া প্রয়োজন।
এ নিয়ে লেখার জন্যে ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। ধন্যবাদ।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
খায়রুল আহসান বলেছেন: বাঙালীরা উৎসব, পার্বণ প্রিয় জাতি। তার উপরে বিজয়ের মাস, ডিসেম্বর এলে তো কথাই নেই। ব্লগদিবস পালনের জন্য আপনার উৎসাহ উদ্দীপনা পাঠকদের মনেও সংক্রমিত হচ্ছে বলে মনে করি।
আসছে ১৯শে ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানটি কোথায় হবে? উদ্যোক্তা কে কে?
আমার প্রস্তাবঃ
এবারের অনুষ্ঠানটা ১৯শে ডিসেম্বর হোক, কিন্তু বাংলা ব্লগদিবস উদযাপনের জন্য কোন নির্দ্দিষ্ট তারিখ না ধরে ১৬ই ডিসেম্বরের আগে পিছে নিকটতম কোন শুক্র অথবা শনিবার (ছুটির দিন) অনুষ্ঠানটি আয়োজন করা যেতে পারে। তবে, দিনটি ১৪ (বুদ্ধিজীবি হত্যা দিবস), ১৫ এবং ১৬ ডিসেম্বর ব্যতীত হতে হবে।
আলোচনার সূত্রপাত করার জন্য ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস ৮ বার পালিত হয়েছে। এবার এখনো সেটা হয় নি। আমি শুধু স্মৃতিচারণ করলাম। এটা করলে ব্লগ কর্তৃপক্ষই করবে।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক এবার কি হয়।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পেরেছি। ভালো পোস্ট।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
নূর-ই-হাফসা বলেছেন: এবার মনে হয় হবে না
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দেখা যাক। আমরা আশায় থাকি।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
নীলপরি বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
আমি তুমি আমরা বলেছেন: এখন আর অনুষ্ঠান আয়োজনের সময় কোথায়?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সেটাও একটা ভাবনার বিষয়। দেখি কর্তৃপক্ষ কি করেন ?
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
কয়েকজন মিলে উদ্যোগ নিলে ব্লগা দিবস করা সম্ভব।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আগের সব কেন্দ্রীয় উদ্যোগ ছিলো ব্লগ কর্তৃপক্ষের। ঢাকা আর দেশের বাইরেরগুলোর আয়োজক ছিলেন ব্লগারগণ।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: সত্যপথিক শাইয়্যান আর খায়রুল আহসান ভাই এর মন্তব্যে ভালোলাগা ।
করলে আমারা স্কাইপ এ থাকতে পারি ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো।
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০
একটি বালুকণা বলেছেন: সঙ্গী হতে চাই
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: যদি কোন অনুষ্ঠান হয়। ধন্যবাদ।
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
১৯শে ডিসেম্বর ব্লগ দিবস। তাই বলছি, আয়োজন হোক, নিমন্ত্রণ হোক... যারা আসতে পারে আসুক। তবু ব্লগ দিবস হওয়া উচিত। নামাজী চিন্তা করে আজান দেওয়া হয় না - আজান হয় সময় চিন্তা করে।
ব্লগ দিবস নিয়ে একাধিকবার পোস্ট দেবার জন্য ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভ নববর্ষ।
২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link