নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ভাসায়ে দেবো মোর পাল তোলা নাও

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২২



যে ঘাটের পাটনী তুমি

সে ঘাটের যাত্রী আমি

খেয়া পারাপারে প্রতিদিন দেখা হয়

কথা হয়

হয় সুখ-দু্ঃখ বিনিময়;

ভাবিনি তো কোনদিন

হাজার যাত্রীর ভীড়ে

তুমি এত নি্ঃসঙ্গ একা !





আমি ও একা

তোমার মতো

নদীর এপার-ওপার ফিরি

মনের মানুষ খুঁজি,

নদী-ঢেউ-জল

ছল-ছল- ছল্‌

ফেরে না কখন ও সেই ঢেউ সেই জল

পায় না খুঁজে কভু নদীর তল ,

তবু পেতে নারীর মন

হোক না সহস্র বছরের সাধনার ধন

খেঁয়া ঘাটে ফিরে আসি

একা নদী পাড়ে বসি

হৃদয়ে কত আকুতি

কত মিনতি

রোজ চোখা-চোখি-হাসি

ঘুচে না তবু মনের দ্বন্ধ

উপেক্ষা ,

নাকি নিরব ভালবাসা-বাসি?





নদীর পাড়ে বনের ধারে

গরীবের ভাঙ্গা কুঠি

মনের খেয়ালে বনের গুল্মে

স্বহস্তে গড়া

সুখে - স্বপ্নে - আনন্দে ভরা

আসে যদি কোন ঘুঁঠে কুড়ানী

কিংবা খেয়া ঘাটের পাটনী

রেখেছি রেখেছি ওগো তাই

মোর ভাঙ্গা কুঠির

বাতায়ন খোলা -





জাত-পাতে বিচার নাই

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ

মনের সাথে মনের মিলটুকু চাই শুধু ,

পরস্পরের সুখে সুখী

দুঃখে দুঃখী

হাসি কান্না সমান ভাগাভাগী ,

দিনান্তে আনি যদি এক মুঠো চাল

আর এক মুঠো ডাল

রেঁধে খাব দু-জনে মিলে

এক পাতে বসি

নুনেতে মাখামাখি

পুঁড়ে পুঁড়ুক মুখ কাঁচা লংকার ঝালে

তুলবো তবু অমৃত খেয়ে সুখের ঢেঁখুর ;





আমার মতো ওগো -

তুমি ও হও যদি আকুল

কাজী ডেকে বলিতে ব্যাকুল -

"কবুল-কবুল-কবুল"

দেনা-পাওনা শর্ত শুধু একটাই

হৃদয়ের সাথে হৃদয়

শরীরের সাথে শরীর বিনিময়

অতঃপর লাল-নীল-হলুদ-

সবুজ-সহস্র স্বপ্নের হাত ধরে

চন্দ্র-সূ্র্য-নক্ষত্রের উর্ধ্বে উঠে

মহাকালের মহাদেশে

আদম ও হাওয়ার পাশে

মনের মাধুরী মিশিয়ে

করবো পান স্বর্গীয় সুধা ;





আপত্তি ছাড়া তোমার -

ধরা খাব

ছোঁয়া খাব

খাব তোমার চোখ-মুখ-ঠোঁট উদ্ধত স্তন

রবে কেন বাকি যৌবন-জঘন

অথবা রসে ভরা মৌ-বন ?

মিঠি মিঠি তারার আকাশে

চাঁদের পালঙ্খে শুয়ে

মেঘের পালকে ঢেকে

আদরে সোহাগে শৃঙ্গারে

মেঘ-বৃষ্টি-ঝড়ে-জলে-জোয়ারে

জাগিয়ে শিক্ত করবো জৈবিক রসে তোমার

চৈত্রের খড়ায় চৌচির দু-ফাটা সোনালী জমিন ;

অশেষ অমৃত ভান্ডার দু-হাতে মুঠে

বৈচিত্র-আনন্দ-উত্তেজনা-রোমাঞ্চে-শিহরে

তোমারই হাত ধরে ওগো-

পৌঁছে যাবো অকুল দরিয়ার পাড়ে ,

জোৎস্ন্যা স্নাত পূর্ণিমা রাতে

জলে-তরঙ্গে ফেনিল উচছ্বাসে

দোলে - দোলে - দোলে

ভাসায়ে দেবো মোর পাল তোলা নাও

যৌবন জোয়ারে উত্তাল তোমার মধুর দরিয়ায় ।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.