নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১) ফুলের মতন
ফুল ফুঁটে জানে
যেতে হবে ঝরে
জীবন সফল তবু
ভুলে যদি ভ্রমর
একবার যায় চুমে ;
জীবন ও তেমন
ফুলের মতন ।
(২) সমান্তরাল
রূপ-যৌবন-জীবন
টল-মল জল ফোটা
পদ্ম পাতার 'পরে
একটুখানি ঢেউয়ের নাচে
যায় যে জলে ঝরে ;
হৃদয়ে কিংবা জলে
প্রেম চলে সমান্তরালে ।
(৩) দ্বী-মূখী সাপ
কি লাভ কাল-সাপ
দুধে-ভাতে পোষে
সুযোগে চোবল দিবে
আহা মরনের বিষে
সর্পের স্বাভাবিক স্বভাবে ;
পা-চাটা স্তাবক সদা অভিশাপ
মানুষ নামে দ্বী-মূখী বিষাক্ত সাপ ।
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্যে .
ভাল থাকুন.
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
এহসান সাবির বলেছেন: বেশ কবিতা।