নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
কি চাও গো প্রিয়তমা নারী
জ্যোৎস্নার ঝলোমলো স্নিগ্ধ রাত
পূর্ণিমার রূপালী চাঁদ
মিঠিমিঠি জ্বলে যে দূরের তারা
শরৎ চপল শুভ্র মেঘমালা?
আষাঢ়ে বর্ষনে সুখদ শিহরণে
যে সুর উঠে হৃদয়ের কোনে,
সবই তো তোমার জন্যে প্রিয়া
তোমার জন্যে ঐ
সাজিয়ে রেখেছি দূরে
আকাশের নীলে।
আর ও কি কিছু চাও গো প্রিয়া?
এই নাও তবে-
তোমার সোনার আচঁল পেতে
কুয়াশা ভেজা শরৎ শিউলি মালা
বর্ণালী পাখার নীল প্রজাপতি
উড়ে উড়ে যে ফুলের 'পরে
মধু পান করে
সেই ফুল, সেই নীল প্রজাপতি
আর কিছু গানের পাখী
সাত রাজার ধন
আকুল ব্যাকুল মন ;
থরে থরে থরে
তোমার তরে
রেখেছি গো এই ধরণী তলে।
সবই তো তোমায় দিলাম প্রিয়া
সঞ্চয় যা ছিল এই জীবনে
আকাশে পাতালে কিংবা
এই নধর অধর দেহে ;
তুমি কি প্রিয়া একবার-
শুধু একাবার -
এই জনমে
রসে টই টুম্বুর কমলার কোষ-
ঐ দু'টো ঠোঁটে
ঠোঁট রেখে মোরে
আগুন ঝরা ফাগুন বনে
সোনালী রূপালী নক্ষত্র ভরা
আদিম রাতের আদিম ঘোরে
শিক্ত করিবে মোরে
একটি রসের চুম্বনে?
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা,
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
নাছির84 বলেছেন: সবই তো তোমার জন্যে প্রিয়া
ঐ দেখো রেখেছি সাজিয়ে
দূর আকাশের নীলে........এই লাইনটুকু বাদ দিলে কবিতাটার রস আরও মিঠে হতো...
যাই হোক...এটা সম্পুর্নই ব্যক্তিগত মতামত।আপনার রসের চুম্বনে আমি মুগ্ধ ! লিখে চলুন আরও.....শুভেচ্ছা।