নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
ফুল যদি হও
পাঁপড়ি মেলে ফুটো
হৃদয়ের সুবাস দাও ছড়িয়ে
মধুকর চুমিবে অধর মধুর গান গেয়ে ;
চাঁদ যদি হও
দাও জ্যোৎস্নার আলো
দূর করো রাতের কালো
আমি তো অপেক্ষায় ওগো বাসতে ভাল ;
মেঘ যদি হও
আকাশে ভাসো
ভেসে ভেসে উড়ো
তৃষ্ণার জলধারা হয়ে হৃদয় মরুতে ঝরো ;
নদী যদি হও
সাগরে নামো
এক সাগর ভালবাসা পাবে
আমি ও চেয়ে থাকি তোমার চরণ পানে ;
নারী যদি হও
আঁচল পাতো
দেহ মন সব নাও
আমি তুমি দু'জনে চলো যাই দূরের বনে;
ঘন সবুজের ভীড়
সুখের একটি নীড়
প্রেম প্রীতি সুগভীর
রচিব অধম অমরাবতী অপেক্ষায় অধীর।
©somewhere in net ltd.