নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

আকাশ পেলে তোমার দেখা

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

দেখলে তোমায় পুকুর পাড়ে

বুকটা ধুক্‌ পুক্‌ করে

এরই নাম কি ভালবাসা

কওনা সখি মোরে,



তোমার দুঃখে আমার চোখে

ঝরে কেন জল

তোমার হাসি দেখলে হাসি

এ কোন মনের ছল,



নীলাম্বরি শাড়ী পরি

জলকে চলে প্রিয়া

আমার দিকে চেয়ে চেয়ে

আমার উঠান দিয়া,



তবু কন্যা কয় না কথা

হাসে লাজের ছলে

সাঁঝ আকাশের লালিমাটা

ছবি আঁকে গালে,



কি যে দেখে, কি যে ভাবে

কন্যা তাহার মনে

সুখের-দুঃখের কথা কেন

কয় না আমার সনে?



আমায় দেখলে তাহার চোখে

ঝিলিক উঠে কেন

গোমটা দিয়ে চলে কন্যা

নতুন বধু যেন,



মন কাঁদে, মন হাসে

তোমার দরোশনে

আকুল হৃদয় ব্যাকুল দেহ

তোমার পরোশনে,





চাঁদ আকাশে হাজার তারা

তুমি ধ্রুব তারা

আকাশ পেলে তোমার দেখা

জ্বলেবে নয়ন তারা।





কি করে যে জানতে পারি

কি আছে তার মনে

কাল বৈশাখীর মেঘমালা

উড়ে চাঁদের সনে,



তোমায় যদি পায় গো কন্যা

রাঙা বধু করে

এই কলিজা দেব তোমায়

নিজের হাতে ছিঁড়ে,



আসব আমি আসব ওগো

মেঘমালা হয়ে

কাটবো সাঁতার কাটবো জলে

তোমায় বুকে নিয়ে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.