নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

সংসার সুখের হয়.......

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সংসার সুখের হয় রমণীর গুণে......

অবাক হওয়ার নেই তো কিছু এই বাণী শুনে

বেকুব নয়, জ্ঞানী-গুণী এই কথা গেছেন বলে

বোকামির তরে নিজের কান নিজে নেন শতবার মলে,

ছোট থেকে পবিত্র এই বেদ-বাক্য শুনে শতবার

তবু কেন হলো ধারনা সবি মিছে তার ?

এ দুনিয়াই নারী হলো সৃষ্টির পুতুল

পুতুল করে ভুল আর পুরুষ ভাঙ্গে কূল

নারীদের মন চেনা তো খুবই সহজ

ডুব সাঁতারের চর্চা করেন সাগর তলে রোজ

কে বলে ভাই অঘটনের মূলে আছে তাবৎ নারী

সৌভাগ্য আহা - ঘরের বউ চক্‌চকে খোলা তরবারি

প্যাচাল ছেড়ে বউয়ের পিছে পিছে যান ভাই পূবে

বউয়ের বুদ্ধিতে বুঝে যাবেন কোনদিকে বেলা যায় ডুবে

বউ লক্ষীর মুখে মুখে গুণে যান এক-দুই-চার

তবে তো চুকে যা্য় সংসারে সব দেন-দরবার

পথে ঘাটে টান্কি মারলে ভাই পাবেন কোথা কাজ

কেমনে বউ করিবে সোহাগ- না দেখিয়ে মেজাজ

আপত্তি কেনরে ভাই "বউ ব্যাংকে" জমা দিতে ডলার

কেমনে করিবে জামাই আদর, না ধরে কলার ?

অমন এক খানা বউ পেয়ে অপবাদ দেন কেন দাদা

নিজে তো গাধার গাধা, বউ কিন্তু সীতা-লক্ষী-রাঁধা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪১

বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার লেখছেন, ভালো লেগেছে পড়ে। তবে, নারীদের মন চেনা তো খুবই সহজ

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ, তাই তো দেখছি,
আপনি মনে হয় নারী বিশষজ্ঞ,

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.