নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
আকাশের দিকে তাকালে আমি
হারিয়ে যায় নীলের সমূদ্রে
চর্তুদশী চন্দ্রিমা হয়ে যায় তোমার মুখের মতন
সমূদ্রের দিকে তাকালে-
হারিয়ে যায় তরলের অতলে
গভীর থেকে গভীরে
সীমাহীন অতল সমুদ্রে.....
মরুভূমির সীমাহীন ধূ ধূ বালির প্রান্তরের দিকে
সাহস পায় না তাকাতে -
কি জানি কোথায় ওৎ পেতে আছে
বালির তলে জলের অতল
ছদ্মবেশী বালির তরল মৃত্যু কূপ;
পাহাড় ডিঙানোর কথা ভাবি না আর
মাংসের পাহাড় ডিঙোতে ডিঙোতে
পাহাড়ী ফলের আতপ গন্ধে নিয়তঃ
সুবাসিত আমার হৃদয়
কেন তবে ডিঙোতে যাব বলো মাঠির পাহাড়?
গৃহ যমুনায় নিত্য সাতাঁর কাঠি
ভুলে যায় তাই গঙ্গা স্নানের অপরিহার্যতা
যমুনায় ডুবে যদি মনের সুখে সাতাঁর কাঠা যায়
দূরের গঙ্গায় তবে দূঃখ স্নানের প্রয়োজনীয়তা
এখনও আমার বোধের অতীত;
তবু ও পদ্মা-মেঘনা-যমুনা স্নাতা
তোমার ভেজা চন্দ্রিমা মুখ
শরৎ শিশির স্নাতা ভোরের পদ্ম - অপরূপ;
অনুরাগে অপলক চেয়ে থাকি বলে
ভেজা গাল লাজে লাল
কপট রাগের ছলে অপবাদ দাও-
" তুমি একটা বেহায়া নির্বোধ" ;
তবু ও নির্বোধের মতন চেয়ে থাকি
অপরূপ সুন্দর ওই মুখের পানে
চেয়ে চেয়ে আহা
অতৃপ্ত এই হৃদয়
পার করে যেন
আমার এই নির্বোধ জীবন।
©somewhere in net ltd.