নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

উড়বে নাকি প্রিয়া

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪



উড়ো প্রিয়া উড়ো

যেমন ইচ্ছে তেমন করে উড়ো

মনের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ো

উড়িও না তবে তসলিমার মতো

বাতাসের বিপরীতে

ঝঞ্চা বিক্ষুব্ধ বিরূপ আকাশে;

রূপের ডানা

শিশির কণা

ঘাসের ডগায়,

একটু রোদ্রের ছোঁয়ায়

কিংবা মেঘের ঝাপটায়

ঝরে যায়

ডানা ভেঙ্গে

টুকরো টুকরো হয়ে যায়;





ঐ দেখো প্রিয়া

ব্রেক বিহীন দামী গাড়ীর পরিণতি

ট্রাফিক আইন না মেনে

গতির যুগে তাল মিলিয়ে

দ্রুত গতিতে ছুটতে গিয়ে

টাল হারিয়ে পাশের খন্দকে পড়ে

ভেঙ্গে গুড়ো গুড়ো ছাতু,

বেচতে হবে এখন

লোহা-লক্কর সের দামে;





লাটিম ছাড়া - সুতো ছেঁড়া ঘুড়ি

উড়ে যায় আকাশের অসীম নীলিমায়

কখনো কি ফেরে আর

আপন ঠিকানায়?



উড়বে নাকি প্রিয়া

আকাশের অসীম নীলিমায়?









মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯

এহসান সাবির বলেছেন: বেশ......!!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
কেমন আছেন ভাই?

অনেক দিন পরে যেন দেখা পেলাম।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

এহসান সাবির বলেছেন: ভালো আছি ভাই।

আপনি?

আমি কবিতার পাঠক..... আশা করি নিয়মিত পাবেন।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

এম এ কাশেম বলেছেন: আমি ভাল,

আপনার ছড়া গুলো পড়েছি
বেশ সুন্দর লিখেন তো

চালিয়ে যান ভাই...............।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.