নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
ওহে আফ্রিকার কালো হিরে
এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে
এই বিভক্ত বিশ্বকে
এক বার বলে যাও
কত বছর ধরে
সাদা হায়েনার জ্বালানো শ্মশানে
জ্বলে জ্বলে পুঁড়ে
হয়েছিলে জগত উজ্জ্বল কালো হিরে ;
ওহে আমার প্রিয় নেতা
আফ্রিকার কালো সিংহ
সিংহ গর্জনে বলে যাও
আজকের এই বিশ্বকে
সাদা ভাল্লুকেরা কি ভাবে
আফ্রিকার ভুমি পুত্র কালো মানুষ গুলো
ধরে ধরে এনে বানিয়ে ছিলো গৃহ দাস
আর তোমাকে জেলে পুরে
অত্যাচারে অবিচারে,
নির্বিচার নির্যাতনে
সাতাশটি অমূল্য বসন্ত বিনাশে
আলোর আড়ালে আবডালে
বিনাশ করতে চেয়েছিলো
তোমার সংগ্রামী হিরকদ্যুতি;
সাদা ভাল্লুকের সব কারসাজি ব্যার্থ করে
তুমি বিজয়ী হলে
এখন ওরা তোমার পায়ে পায়ে ঘুরে
আর লেজ নাড়ে;
তোমার একটু কৃপা পেতে
তোমায় মাথায় তোলে নাচে
আর তুমি ও এতই উদার যে
অতীতের সকল নির্যাতন ভুলে
এই সাদা পশু গুলোকে ক্ষমা করে দিয়ে
হয়ে গেলে এক মহান বিশ্ব নেতা;
তাই তো তুমি নেলসন মেন্ডেলা
এক বিংশ শতকের শ্রেষ্ট নেতা
প্রজন্মের সকল শ্রদ্ধা তোমাকে
হে মহান নেতা -
বিশ্বের সকল ভালবাসা আজ তোমাকে।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
এম এ কাশেম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে
আপনাকে অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
অপ্রচলিত বলেছেন: " কত বছর ধরে
সাদা হায়েনার জ্বালানো শ্মশানে
জ্বলে জ্বলে পুঁড়ে
হয়েছিলে জগত উজ্জ্বল কালো হিরে "
চমৎকার লিখেছেন। মহান এই কালো কালজয়ী নেতাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা। পোস্টে প্লাস+++
Hats Off কবি