নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
মেঘের পালকে
রোদের ঝিলিকে
জলের ছলকে
মনের তুলিতে মাধুরী মিশিয়ে
একেঁছি ছবি
হৃদয় পটে
তোমারি প্রিয়া
নয়নের নোনা জল দিয়ে ;
দুঃখের অনলে
মেঘের ভেলা
আকাশে ভাসে গো
বেদনার গরলে সে যে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে বীণ
ওগো বিরহে কাতর দীল্;
কেন যে সে
বুঝে ও বুঝে না
হৃদয় আমার
আহা কাতর কাহার তরে,
কি করে বুঝায়
খুলে গো হৃদয়
তাহার তরে গো
কত প্রেম জমা এই অন্তরে;
একদিন যদি বুঝে
আসে গো ফিরে
মোর শূন্য বুকে
হৃদয়ের নদীতে উঠবে জোয়ার,
গোলাপের ঠোঁটে
সোহাগের ছলে
মধুকর চুমে
অনুরাগে দোল্বে হৃদয় তাহার।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ দুর্জয়।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৮
এহসান সাবির বলেছেন: দারুন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই;
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।