নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
কোন এক সৌখিন সম্রাট নাকি
বিলিয়ে দিতে চেয়েছিল অর্ধেক সম্রাজ্য
প্রিয় নারীর কপোলের কালো তিলে
শুধু একটি চুমুর বিনিময়ে,
আমি তো সম্রাট নই প্রিয়তমা
সম্রাজ্য নেই, ছিলো ও না কোন কালে ,
অথচ তোমার আছে কালো তিল
কপোলের 'পরে কালো হিরের মত উজ্জল,
ভ্রমর হয়ে উড়ে এসে জুড়ে বসে
মিশে যায় আমার চোখের মণিতে ;
সম্রাজ্য নেই বলে প্রিয়া
একটি চুমু কি পারবো না খেতে
প্রেমের ছলে কোন কালে
কপোলের ঐ কালো তিলে?
আমার সম্রাজ্য আমার হৃদয়
রক্তের সরোবরে ফুটা
একটি লাল পদ্ম,
এই নাও প্রিয়া -তোমায় দিলাম;
বিনিময়ে শুধু
একটি চুমু খেত দিও ওগো
কপোলের ঐ কালো তিলে ,
তিলের নীলে নীল হয়ে
একবার ওগো
তৃপ্ত করিও মোরে
একটি মধুর চুম্বনে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান সাহেব.................
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
এহসান সাবির বলেছেন: আরে......
এটা চমৎকার কবিতা।