নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন
এক খানি রূপালী চাঁদ উঠে গগনে
স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন
চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;
চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন
তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে
আকাশে যুবতী চাঁদ রূপের বসন
কানে কানে কব মনের কথা গোপনে;
কি জানি কোথা হতে মেঘের দস্যু এসে
চন্দ্র হরি লুকায় জলধির আড়ালে
বিনিদ্র নিশি মোর চোখের জলে ভাসে
ব্যাথায় ভস্ম হৃদয় বিরহ অনলে ;
ছায়াটুকু রয়ে যায় পৃথিবীর 'পরে
চন্দ্রালোয় ভেসে একদিন যাব ঝরে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হলাম,
ভাল থাকুন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
বেলা শেষে বলেছেন: লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন
এক খানি রূপালী চাঁদ উঠে গগনে
beautiful brother.
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
এম এ কাশেম বলেছেন: বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো