নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

কাক কিংবা গাধা

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

(১)



গাধা বলে ঘোড়া তুই

বড় বেশী বোকা

এই দেখ আমি কেমনে

নিজেরে দিই ধোকা।



(২



সোনার ছড়া রুপক ভরা

ছন্দে তালে লেখা

বাক্‌ বাকুম লয়-মাত্রা

শৈশব-যাত্রায় শেখা ।



(৩)



কাক বলে এই দেখো অন্ধ সেজে

লুকোলাম কেমনে মাংস

কিয়ামত তক পাবে নাকো খুঁজে

মানুষ কিংবা তাদের বংশ।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: দারুন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কাক আর গাধা দুটো শব্দই ভাল লাগলো। কবি আর কাকএকটা কথা আছে না ? ;)
লিখেছেন বেশ ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

এম এ কাশেম বলেছেন: আমি আর আপনি ও কি তার মধ্যে আছি?

আসলে জীবনে সবাই কিছু সময় কাক হয়, গাধা হয়,
আর ক্ষমতা পেলে তো কথায় নেই, পুরাপুরি পশু হয়ে যায়।

অনেক শুভ কামনা।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

বেলা শেষে বলেছেন: কাক বলে এই দেখো অন্ধ হয়ে
লুকোলাম কেমনে মাংস
কিয়ামত তক পাবে নাকো খুঁজে
মানুষ কিংবা তাদের বংশ।
Really good & beautiful.

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ ভাই , মানুষ যে কাকের চেয়ে ও বেশী অন্ধ ;

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.