নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১)
ভুতের মুখে শুনি রাম নাম
নাস্তিক নাকি করবে সংগ্রাম
সংখ্যা লঘুর বাঁচাতে প্রাণ
কলি যুগের কি উল্টো শান।
(২)
নিজের ধর্মের যে করে না সন্মান
সে কি করে বুঝবে অপর ধর্মের শান
নাস্তিকের কাছে তো গাঁজা পূঁজা এক সমান
মদে মন্দিরে মসজিদে বুঝে না সে ব্যবধান।
(৩)
মানে না যে আপন ধর্ম
নিশ্চিন্তে করে সে সব অপকর্ম
বুঝিবে সে কিসে মানবতার মর্ম
মানবতার চিৎকারে ঝরাক যত ঘর্ম।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার, সুন্দর, অসাধারণ, লা_জাবাব
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
এম এ কাশেম বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান ভাই,
অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।