নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
কলঙ্কিনী!
ওই যে ও পাড়ার
ঐ মেয়েটি
রূপসী ,
রূপজীবি
রূপ বেচে
যৌবন বেচে
দেহ বিকোয় জনে জনে,
লোভে
স্বভাবে
পেঠের দায়ে
ফাঁদে পড়ে
অথবা আটকে গেছে
প্রতারণার জালে ,
আকণ্ঠ নিমজ্জিত
কলঙ্কের চোরাবালিতে;
পিতলা ঘুঘু সোনার চান ওরে
যাবে নাকি ওই পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?
নারী ও মাদকে
কলঙ্ক জলে ডোবে
দুঃখ ভুলে সুখ কুড়োতে ?
একা তো আর
কলঙ্ক জলে যায় না ডোবা
ডোবতে হয় একসাথে
একান্তে দু;জনে
ফুর্তি কুড়োতে
সারা রাত ধরে..........
কলঙ্কিনী রূপসী
আবার ও কলঙ্কিত হলো
পেঠের দায়ে
সোনার শরীর বেচে
পয়সা নিলে ;
আর তুমি পুরুষ
মনের সুখে সাতাঁর কাঠলে
পাপের জলে ,
সুখ স্নান শেষে
গা ঝাড়া দিয়ে
দু'টো কাগজের মোহর ফেলে
পাপ মুক্ত হয়ে
হয়ে গেলে মহান পুরুষ ;
অতঃপর লম্বা লম্বা পা ফেলে
ঘরের পুরুষ ঘরে এলে ফিরে ,
সোনা মুখ বউ সরলা
কাছে এলে
তুমি ও টেনে নিয়ে বুকে ,
চাঁদ ভাঙ্গা চেহেরায়
আধ ভাঙ্গা ঢেউ তোলে
রসের ঠোঁটে চুমু খেয়ে
আদুরে গলায় বললে
শত ব্যস্ততার মাঝে ও ওগো
তোমাকে দেখতে এলাম বউ ,
তোমাকে না দেখলে যে
প্রাণখানি দুখু পুখু করে
পেঠের ভাত চাল হয়ে যায়
সারা রাত ধরে
মনটা কেমন কেমন যেন করে
তাই তো এলাম তোমার কাছে
এবার একটু শুতে দাও গো বউ
তোমার সোনার সোহাগী আঁচলে।
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
এম এ কাশেম বলেছেন: কি জানি কি লিখেছি ভাই,
তবে পাপ তাপ শেষে
ঘরেই তো ফেরে
সাধু সন্ন্যাসী সেজে.................।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
অরি বলেছেন: প্রেমিকেরা নাকি কবি হয়। কৈ যখন প্রেমিক ছিলাম তখন তো কেহ তা বলেনি আর যখন প্রেম হারালাম কৈ কবি তো হতে পারিনি। আপনি বোধ হয় দুটোই হতে পেরেছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
এম এ কাশেম বলেছেন: আরে , তাই নাকি?
তাহলে তো ধন্য ধন্য আমি।
অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: "অতঃপর লম্বা লম্বা পা ফেলে
ঘরের পুরুষ ঘরে এলে ফিরে"
ভালো লিখেছেন।