নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

বেহুলার বীণ - (চতুর্দশপদী)

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

সে যে একবার হায় পৃথিবী দেখবো বলে আমার নিরুদ্দেশ যাত্রা

বহু দেশ জাতি গোষ্ঠি কৃষ্টি সভ্যতা সংস্কৃতি বিবিধ মাত্রা

মাঠ ঘাট নদী মরু বন পাহাড় পরিভ্রমন শেষে অন্তরে হেরি

কি যেন দামী হারিয়ে আমি পথ হারিয়ে পথে পথে ঘুরি;

অতি দূর অন্ধকার পরিভ্রমন শেষে ঘরের ছেলে ঘরে ফেরা

এ তো পৃথিবী প্রজাতি পরিভ্রমন ইতি প্রীতি স্মৃতিহারা

দিনের শেষে ঐ পাখ-পাখালী দল বেঁধে উড়ে উড়ে নীড়ে ফেরা

অনন্ত দুঃখ দহন শেষে অন্তরে জেগে উঠে মায়া ধারা;





মায়ার বাঁধনে অন্তর যদি একবার পড়ে গো শিকল বাঁধা

জেগে উঠে হৃদয়ে তবে মমতার ঢেউয়ে মনন ও মেধা

দূর বিদেশে ঘাম ঝরা শেষে পাই যে তারে স্বয়ম্বরে আপন ধাম

দু'গালে হাসির ঠোলে চন্দ্র সু-গোল ঠোঁটে রূপা ডাকে মোর নাম,

কর্ণ কুহুরে অন্তরে বেজে উঠে শত সুরে বেহুলার বীণ

তোমাতে আমাতে হৃদয়ে দেহে পঞ্চ ইন্দ্রীয় হয়ে যায় 'লীন।





















মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
সুন্দর ! খুব সুন্দর কবিতা।
মায়া-মমতা আর পঞ্চ ইন্দ্রীয় আহা ! সরল ভাষায় মুগ্ধ হলাম।

শুভকামনা রইলো

মাঠ ঘাট নদী মরু বন পাহাড় পরিভ্রমন শেষে অন্তরে হেরি
কি যেন দামী হারিয়ে আমি পথ হারিয়ে পথে পথে ঘুরি;

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

এম এ কাশেম বলেছেন: মায়া মমতা ছাড়া দুনিয়াই কি আছেরে ভাই,

অনেক ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন কবি।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

এম এ কাশেম বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই;

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.