নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঘৃণার থুথু চিটায়ে দিলাম

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,

দিনে দিনে পাপের তরলে অতল গভীরে

রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;

ষোল কোঠি মানুষের না না উপেক্ষা করে

লোভের ফাঁদে ছলে বলে কৌশলে

আপন পায়ে কুঁড়াল মেরে

শয়তানী প্ররোচনায় নষ্টা ধাত্রীর কলঙ্কিত হাতে

পবিত্র প্রাসাদের অন্ধকারে

অনাকাঙ্খিত বিছানায় ভুমিষ্ট হয়

কিছু মূর্তিমান জারজ;



ঘৃণার থুথু ছিটায়ে দিলাম শুধু

আকাশে বাতাসে উর্ধ্বে অধে চর্তুদিকে

পাপী তাপী জনে জনে নির্বোধ নির্লজ্জ

চৈতন্যহীন চেনা অচেনা সকল মুখে;



বোধের উদয় জানি না হবে কভে

এক দিন হয়তো হবে

ঘৃণার আগুনে পুড়ে

রং মহলে আগুন যে দিন লাগবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: বোধের উদয় জানি না হবে কভে
এক দিন হয়তো হবে
ঘৃণার আগুনে পুড়ে।

তাই হোক

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

এম এ কাশেম বলেছেন: আরে , আনোয়ার ভাই?

ভাল আছেন তো?

হ্যাঁ তাই হোক ভাই,

শুভ কামনা।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: এই পোস্টটি দুপুরের দিকে দেখেছিলাম, মনে হচ্ছে। :(

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ,
কিছু সম্পাদনা করেছি
তাই আবার দিলাম।

ধন্যবাদ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: ম্যাও ম্যাও
দুর্নীতির গন্ধ পাও..........।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

শরৎ চৌধুরী বলেছেন: চিটায়ে? নাকি ছিটিয়ে?

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

এম এ কাশেম বলেছেন: দু'টোয় ঠিক আছে ভাই;
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.