নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

শুনো মেয়ে

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

রক্ত ধারা দেখে মেয়ে
চম্‌কে উঠো না
অনেক বড় হয়ে গেছো
ভেবে বসো না;


রক্তধারার শক্ত পথে
সোনার যৌবন শুরু
মান্য করো পিতা-মাতা
মায়-মুরুব্বি গুরু ;


পিতা-মাতা বড়ই আপন
সন্তানের চাই নিত্য কল্যাণ
যৌবন কালে মনের ভুলে
হারাইও না মান- সন্মান;


মাঠির দিকে চেয়ে মেয়ে
আসবে যাবে কলেজে
পথে ঘাটে যে যা বলুক
ঘরে ফিরবে চোখ বুঁজে;


ধর্ম কর্ম চলবে মেনে
ঢাকবে মাথা আঁচলে
শুনবে নাকো কি বলেছে
পথে ঘাটে পাগলে;


গায় গতরে বড় হলেও
ধ্যানে জ্ঞানে কাঁচা
বাঘ ভল্লুকের কবল হতে
জানতে হবে বাঁচা;


দুষ্ট ছেলের পাল্লায় পড়ে
গোল্লায় যেও না
সোনার যৌবন বৃথা যাবে
শান্তি পাবে না;


মরার কোকিল ডাকলে রাতে
উথলা হয়ো না
দেহের জ্বালায় পুঁড়লে হৃদয়
পিছলে পড়ো না;


নদীর বুকে জোয়ার ভাটা
খোদার লীলা খেলা
সোনার নায়ে মনের মাঝি
আসবে যথা বেলা;


তার আগেতে সবর করো
খোদার কাছে চাও
এই জীবনে যেন তুমি
মনের লোকটি পাও;


রক্তধারা দেখলে বুঝো
বয়স সবে ষোল
বিয়ের পরে বাসর রাতে
গহীন দুয়ার খোল;


অমূল্য ধন নারীর ইজ্জত
থেকো সদা সৎ
দু'হাত তোলে খোদার কাছে
চেয়ো আল্লাহর রহমত;


দেখে শুনে পিতা-মাতা
সকল আপন জন
তোমার মতে দেবে বিয়ে
সুখের হবে জীবন;


জামাই পেলে যেও না ভুলে
বুড়ো পিতা-মাতা
সুখে দুঃখে রেখো মনে
তাদের দুঃখ গাঁথা;


ছেলে মেয়ে নিয়ে এসো
বাপের বাড়ী বেড়াতে
নাত-নাতনী পেলে তারা
মাতবো গল্প ছড়াতে।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

জিকো বলেছেন: ভাল লাগলো। আরো লেখা আশা করছি।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

এম এ কাশেম বলেছেন: বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো,
আশা পূর্ণ করবো রে ভাই'

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.