নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
হাজার মুখের ভীড়ে একবার আমি দেখেছি তাহার মুখ
পঠলচেরা চোখ, কাঁপা কাঁপা রাঙা ঠোঁট, চন্দ্র বদন
এলোকেশী উর্বশী নীল প্রজাপতি পরীর মতন
হৃদয়ের গোপন কুঠিরে জেগে উঠে অজানা সুখ;
তারপর কেটে গেছে বহুদিন, শয়নে স্বপ্নে শুধু
দেখেছি একটি মুখ হৃদয়ের ভিতরে সংগোপনে
মায়াবী মোনালিসা ছবি এঁকে একা যৌবনে
অজানা ঘাটে মনের নায়ে চড়ে রূপসী বধু;
সোহাগের নদীতে নেচে উঠে যে ঢেউয়ের দোলা
তালে তালে সে কিছিমে ঢেউ আছড়ে পরে কূলে
মনের হর্ষে সোহাগী পর্শে মধুকর চুমে ফুলে
স্বপ্নের সোনা মুখ মধুর রাতে জুড়ায় মনের জ্বালা;
তেমনি করে পেয়েছি তাহারে স্বপ্ন রাজার দেশে
আপন করে গো নিয়েছি বুকে সোহাগের আবেশে।
================================
চতুর্দশপদী কবিতা
=================================
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
এম এ কাশেম বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রচেষ্টা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
এম এ কাশেম বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
সুমন কর বলেছেন: চতুর্দশপদী কবিতা ভাল লাগল।