নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্যে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

একটা সময় নির্জনতা বেশ ভাল লাগে

একা একা একান্ত নির্জনে

নিজকে নিজে খুঁজি ফিরি এক মনে

ফুর ফুরে নরম গরম চৈতালী হাওয়াই,

দিগন্ত জোড়া বিশাল নীল আকাশে

সামনে সমূদ্রে অন্তহীন নাগর দোলা ঢেউয়ে

দোলে উঠে হৃদয় বিশাল সমূদ্রের তরলের মতোন

গাঙ চিল হয়ে উড়ে দিগন্ত জুড়ে আকাশের নীলে;

সূর্য পাটে গেলে - দল বেঁধে পাখীরা নীড়ে ফেরে

সাগরে ভাটার টান - মাঝি মাল্লার ঘরে ফেরা গান

তখন মন জানি কেন যে করে আনচান

হৃদয়ের অন্দরে রক্তের কাঁপন

হৃদয়ের জন্যে হৃদয়ের অদ্ভুদ নাচন

অদ্ভুদ আনন্দ অনুভূতি ভাল লাগা মুগ্ধ শিহরণ!





তাই মানুষ মানুষের কাছে ফিরে আসে

মানুষ মানুষের নয়নের দিকে তাকায়

পথ খুঁজে, আলো খুঁজে,

পথের দিশা খুঁজে অমানিশা অন্ধকারে,

খুঁজে পায় মানুষের চোখের তারায়,

সুখে দুঃখে আপদে বিপদে মানুষের আহ্বানে

জীবন বাজী রেখে মানুষ

মানুষের পাশে এসে দাড়ায় ,

ভাঙ্গা-গড়া এই জীবনে

মানুষ মানুষের জন্যে ভাঙ্গে

মানুষের জন্যে গড়ে,

হৃদয়ের একটু সোহাগ সহানুভূতি,

একটু আদর স্নেহ স্পর্শ

আর্তের বুকে -শিশুর মুখে

হাসি ফুটিয়ে তোলে,

মানুষ মানুষের গানে মুগ্ধ, সুরে বিহ্বল,

মানুষ মানুষের জন্যে মরে

মানুষের জন্যে বাঁচে

কবিতা লেখে, গান গায় নাচে

মানুষ কাঁধে, মানুষ হাসে,

মানুষ মানুষকে ভালবাসে;





মানুষ তাই বারে বারে

হাজার বার ফিরে আসে

মানুষকে ভালবেসে

ভালবাসার মানুষের কাছে।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মানুষ মানুষের জন্যে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১

এম এ কাশেম বলেছেন: চিরন্তন সত্য,
শধু কিছু অমানুষ পশুর কাতারে দাড়ায়।

অনেক ধন্যবাদ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: "মানুষ মানুষের গানে মুগ্ধ, সুরে বিহ্বল" সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ রু....................

ভাল থাকুন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: রু নামটা ভালো তো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

এম এ কাশেম বলেছেন: আসলে রু নামে ডাকতে ভাল লাগলো
বিশেষ করে আদর করে ডাকলাম,

কিছু মনে করেননে তো?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ;) নাহ বড় ভাইয়ের আদর মাথা পেতে নিলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

এম এ কাশেম বলেছেন: উত্তরটা চমৎকার,
নিজকে সত্যি সত্যি বড় ভাই মনে হচ্ছে ।
শুভাশীষ রু।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: বড় বিপুল আগ্রহে দুটা কবিতা লিখছি। রোগ আর দেবী - ৭ নিম্ন প্রজাতির কিন্তু পড়লেই ধন্য হব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

এম এ কাশেম বলেছেন: অবশ্যই পড়বো এবং এক্ষুনি........

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

বোকামন বলেছেন:
কবিতাটি ভালো লাগলো।
শুভ কামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

এম এ কাশেম বলেছেন: ভাল লাগার জন্যে লিখা
লেগেছে জেনি সত্যিই খুশি হলাম,

শুভেচ্ছা সহ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.