নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন জাগে এই ফাগুনে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

ফাগুন মাসের আট তারিখে

ভাই হারানোর দুঃখ শোকে

কাঁদছে যখন মন

দেখি তখন একি প্রহসন

ভাষা প্রেমের মিথ্যে ছলে

বাংলা তারিখ মাস ভুলে

ইংলিশ মাসের বিংলিশ তারিখে

বুঝি না ভাই কোন দুঃখে

ভাষা দিবস করছে পালন

ভাষার প্রেমে ভাষাবিধগণ?



বারো মাসে একটা দিন

বাংলা সুরে বাজিয়ে বীণ

মরিচ পুঁড়ে পান্তা ভাতে

মজা করে ইলিশ খেতে

সোনার বাংলার দামাল ছেলে

সালাম, জব্বার, বরকতে

পিচ ঢালা ঐ রাজ পথে

বুকের তাজা খুন ঢালে?



ভাষা দিবস রাত প্রহরে

শহীদ বেদীর উঠোন জুড়ে

সবার আগে ফুল দিতে

মিডিয়াতে মুখ দেখাতে

ফুল নিয়ে কাড়াকাড়ি

পরস্পরের মারামারি

বোমা ফোটে, গুলি ছুটে

আতঙ্কে যে প্রহর কাঠে

এমন ভাবে কেমন করে

বাংলা ভাষার মান বাড়ে?



প্রশ্ন গুলো আমার মনে

ঘুরছে মাথায় বন্‌ বনে

জ্ঞান তো সবার টন্‌ টনে

জিজ্ঞাসা তাই সর্ব জনে;



উত্তর গুলো দিবে কি কেউ

মিঠায় তবে মনের ঢেউ

প্রহর গুণি মনে মনে

আট তারিখের এই ফাগুনে;



ভুল বুঝলে দুঃখ পাবো

অবুঝ মনে

অধম কবির লক্ষ সালাম

শহীদ প্রানে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

আরুশা বলেছেন: অধম কবির লক্ষ সালাম
শহীদ প্রানে।++++্

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ আরুশা।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

অপ্রচলিত বলেছেন: সুন্দর কবিতা লেখেন আপনি। ++++++++++
ব্লগে নিয়মিত নই, তাই সবসময় আপনার কবিতা পড়া হয়ে উঠেনা।

অনুসরনে নিলাম।
ভালো থাকবেন প্রিয় কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

এম এ কাশেম বলেছেন: সুন্দর কি না জানি না
তবে মনের আনন্দে লিখি
সে আনন্দে যদি শরীক হয় পাঠক
তবে লেকখের আনন্দের সীমা পরিসীমা থাকে না,

ধন্যবাদ প্রিয় পাঠক,
অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.