নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
তোমার সোনার হাতে স্বপ্ন লোকের চাবি,
চোখে চোখ রেখে হৃদয়ের তরলে দেখি
হৃদয়ের অবিকল অনিন্দ্য প্রতিচ্ছবি;
যমুনার জলে ছিপ ফেলে যুগের অধিক
অপেক্ষায় অধির, কখন রজকিনী একটু হেসে
চোখ তোলে তাকাবে চোখের পানে -
চোখের তারাতে অলকে পলকে একটু ইশারা
জীবনে যৌবনে সোহাগ মধুর স্বপ্ন বোনা
ভরা যৌবন জোয়ারে উত্তাল জলো যমুনা
প্রেমের বেদীমূলে হৃদয়-পুস্প অর্ঘ্য ;
ভ্রুক্ষেপ করি - প্রিয়াতমা
তুমি হাত বাড়াবে কি বাড়াবে না
ক্লান্ত শ্রান্ত ডুবন্ত সাঁতারুর হাত ধরে
টেনে তুলবে কি তুলবে না কুলে
দেবীর পাথর হৃদয়ে ফুল না ফুটলে
জানি শুধু অকালে মরন হবে ;
তবু ও তোমাকে পাওয়ার
অনন্ত আশায় বুক বেঁধে প্রিয়া
অন্ধকার রাতে ঝাপ দিলাম
অকুল অথৈই যমুনার জলে
প্রেমের মরা জলেতে ডুবে না জেনে;
আমি ভাসবো ডুববো বাঁচবো মরবো
আমি হাসবো কাঁদবো ভালবাসবো
অনন্ত কাল ধরে......ওগো......
সাঁতার কেটে কেটে ভেসে
তোমারই প্রেম যমুনার জলে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
এম এ কাশেম বলেছেন: বেলা শেষে তাল শাখে
সবুজ শ্যামল বাঁকে
আপন নীড়েতে ফিরে
চেয়ে দেখো উড়ে উড়ে
ঘুরে ঘুরে মুগ্ধ পাঠে
পৃথিবীর সবুজ মাঠে ..................।
অনেক ধন্যবাদ আর শভেচ্ছা।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
বেলা শেষে বলেছেন: ...thenk you very much...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
এম এ কাশেম বলেছেন: You most welcome.
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা কবি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৩
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা সহ শুভ কামনা,
ভাল থাকুন , সুস্থ থাকুন।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
রাসেলহাসান বলেছেন:
আমি ভাসবো ডুববো বাঁচবো মরবো
আমি হাসবো কাঁদবো ভালবাসবো
অনন্ত কাল ধরে......ওগো......
সাঁতার কেটে কেটে ভেসে
তোমারই প্রেম যমুনার জলে।
দারুন লেগেছে!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২
এম এ কাশেম বলেছেন: ত হালে আর কি
ভাসুন ডুবুন বাচুন মরুন
যমুনার জলে,
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২
বেলা শেষে বলেছেন: Good Poem, আমার দীরঘকালের ইচ্ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
Thenk you very much