নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
বৃষ্টি মুখর গ্রীষ্মের সোনালী উষ্ণতা প্রাতে
কামিনী কাঞ্চন কেন যে গো লাল হয় লাজে
চুমুর অনুরাগে ঢেউ উঠে দেহের ভাজে
শুয়ো পোকারা ও আহা রসের চুমুতে মাতে;
শিশিরের চুমু মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
প্রতি অঙ্গ নিত্য শিক্ত আহা চুম্বনের রসে
আরক্ত মুখ শিক্ত ঠোঁট তবে হৃদয় হাসে
কলঙ্ক দাগ চন্দ্রে - সূর্যালোর চুমুতে ফাঁসে;
চুমুতে জরা হরে আয়ু বাড়ে হৃদয়ে ঢেউ
চুমুর রসায়নে রসের ঢেউ জাগে দেহে
উন্মুখ অন্তর্গত হৃদয় ঊষ্ণ চুমু চাহে
বেদম চুমাচুমি শেষে কামেতে তৃপ্ত কেউ;
চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা সোহাগের ছলে
ঠোঁট দু’টো বাড়ায় সই আড়ালে আবডালে।
==============================
চ তু র্দ শ প দী
==============================
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১
এম এ কাশেম বলেছেন:
আপত্তি করে কে?
অনেক শুভেচ্ছা।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল সনেট
শুভকামনা +
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে ধন্য হলাম,
শুভ কামনা সহ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই, অস্থির হইছে তো। বেপক রস পেলাম। চুমু খাইতে ইচ্ছা করতেছে তারে।