নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
দেশ জুড়ে আজ চলছে দারুণ খরা-
রসের জগতে চলছে যেন আহা চুমুর খরা
চুমুতেই বুঝি সকল লজ্জা অবলা রমণীর
আজ কাল তাই চুমুর কথা শুনা মাত্র
শরমে রমণীয় হয়ে উঠে আরক্ত কপোল
বিস্ময়ে বিমূঢ় চোখ দু'টো কপাল ছো'য়,
অথবা রসাল ঠোঁটে লিপিস্টিকের রঙ
মুছে যাবার দূর্ভাবনায় সুন্দরী রমণীরা
চুমুর রসে ভেজায় না রসাল ঠোঁট দু"টো আর;
তবু তো নিত্য চাঁদ উঠে আকাশে
শরীরে শরীর প্যাচিয়ে জোড় যাওয়া
কামুক সাপের ফোস ফোসানীতে
প্রজাপতি মূর্চা যায় সরিষার হলুদে,
অসাবধানে লেগে থাকা পায়ের রেণুতে
পরাগায়িত হয়ে ফল ধরে গাছে,
বলা নেই, কওয়া নেই , মধ্য রাতে
ঘরের মরদ হাল জুড়ে রূপোর নাঙ্গলে
মাঠির শরীর খুঁড়ে গভীর থেকে গভীরে;
ঘর্মাক্ত আকাশে জল-মেঘ ভাসে ,
এক পশলা বৃষ্টি নামে সোনার জমিনে
তরলের বীজে শিক্ত হয়ে কি যেন এক সৃস্টি
দিনে দিনে বড় হয় মাঠির অতল গভীরে ;
প্রেমের শহরে চুমুর অভাব
যতই অদ্ভুদ হোক না
অবলা রমণীর কোল জুড়ে
আলো করে
ফি বছর পূর্ণিমার চাঁদ আসে ,
তাহলে কি ভাবে বলি বলো
পলি শিক্ত এই ভাটির দেশে
ভালবাসার অভাব আছে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
এম এ কাশেম বলেছেন: সম্ভাব্য কারণ গুলোর এটি ও ১টি আর কি,
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
কাজী দিদার বলেছেন: রসাল ঠোঁটে লিপিস্টিকের রঙ
মুছে যাবার দূর্ভাবনায় সুন্দরী রমণীরা
চুমুর রসে ভেজায় না রসাল ঠোঁট দু"টো আর;