নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

অযাচিত

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬



চাঁদ ভাঙ্গা চেহেরায়

ঠোঁট ভাঙ্গা ঢেউ তুলে

পিত্‌লা ঘুঘু ঠোঁট ঠুকে

রসের ঠোঁটে চুমু খেলে,

তুমি ও না বুঝে নারী

অযাচিত ভুলে ,

বাকিটা ও তুলে দিলে

খোলে মেলে সুগন্ধি পাতে;





কেউ কি ছাড়ে

সোনার দেহ

হাতে পেলে ?

সুখ ভোগ শেষে

উড়াল পাখী উড়ে

আকাশের নীলে,

তুমিই শুধু -

রয়ে গেলে পাতালে,

কাদায় মাখামাখি

কলঙ্ক জলে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: আমার নাম না জানা কত বোনের কথা মনে পরে গেল। সুন্দর কবিতা, কাশেম ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

এম এ কাশেম বলেছেন:
আল্লাহ যেন তাদের হেফাজত করেন।

ধন্যবাদ রু.............

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

মোঃ নুরুল আমিন বলেছেন: সত্যি...

০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৩৮

এম এ কাশেম বলেছেন:

অনেকটাই সত্যি গোচের
সাবধান হতে পারলে ভাল...........

ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।


ব্যাস্ততার করণে বসা হয় না।

শুভকামনা কবি।

০২ রা মার্চ, ২০১৪ রাত ২:২৪

এম এ কাশেম বলেছেন:

আমার পোস্টে আপনিই ১ম মন্তব্যকারী
তাই আপনাকে পেলে ভাল লাগে ,

ধন্যবাদ এহসান ভাই,
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.