নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রক্তের দর্পণে

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

ভুলতে পারিনা তোমার সুনিপুন মায়াবী মুখচ্ছবি

যতই চাই না ভুলতে , ততই সুস্পষ্ট প্রতিচ্ছবি

ভেসে উঠে পাঁজরের ফ্রেমে রাখা রক্তের দর্পণে,

কাজল কালো ডাগর দু'টি আঁখি, কাতর চাহনি,

আধূলী সুগোল হাসির ঠোল, রাঙা কপোল

নীল তিল ঝিলমিল, হাসি উচ্ছ্বল খিল খিল,

রসাল রাঙা ঠোঁটে গো-ধুলি আবীরে হাসির রেখা

মেঘ কালো কেশ কন্যার আষাঢ়ে পাহাড়ী ঢল

ঢলে জলে জোয়ারে মায়ার সোহাগে হৃদয় ভাসে,

বারে বারে ছবি প্রতিচ্ছবি হয়ে ফিরে ফিরে আসে

অজান্তে অসময়ে অবুঝ হৃদয়ের তরলে দর্পণে

ভাল লাগা অজানা অদ্ভুদ শিহরনে সদা মুগ্ধ করে

ভাবতে ওগো কি জানি কেন এত যে লাগে ভাল

ভাল লাগে দিবা নিশি দূর আকাশের নীলে

মায়াবী মেঘের কোলে দোলে দোলে দোলে

কল্পণার পাখায় উড়ে উড়ে আনমনে দূর দিগন্তে

তোমায় নিয়ে হাওয়াই চাদরে ভেসে বেড়াতে।





ভাল লাগা যদি হয় অবুঝ মনের সোহাগী মায়া

ষষ্ট ইন্দ্রীয় শিহরনে হৃদয়ের তরলে মায়াবী দোলা

তবে আসুক -বারবার হাজারবার মায়ার প্রতিচ্ছায়া

ভাল লাগা অজানা অনুভূতি মাধবী লতার ছোঁয়ায়

অজানা শিহরনে কেঁপে উঠুক বক্ষ পিঞ্জরে সোহাগী হৃদয়

ভরে উঠুক পাঁজরের শুন্য গহ্বর অনন্ত ভালবাসায়

রক্তের তরলে দর্পণে দোলে উঠুক তোমার মায়াবী হৃদয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

পি কা চু বলেছেন: কবিতা আমি বরাবরই ভালোবাসি! :)

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬

এম এ কাশেম বলেছেন: কবিতা ?
সে তো নারী ও ফুলের মতো।


অনেক ধন্যবাদ।

২| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

বেলা শেষে বলেছেন: তবে আসুক -বারবার হাজারবার তোমার প্রতিচ্ছায়া
ভাল লাগা অজানা অনুভূতি মাধবী ছোঁয়ায়
অজানা শিহরনে কেঁপে উঠুক বক্ষ পিঞ্জরে সোহাগী হৃদয়
....& i like them to much. Thenks for next time, we shall meet us again & again.

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৮

এম এ কাশেম বলেছেন:
Thanks Brother
It's my pleasure to meet you again and again.

See you soon.

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

রাসেলহাসান বলেছেন: চমৎকার লিখেছেন কবি "কাশেম" ভাই।।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৬

এম এ কাশেম বলেছেন: সুভেচ্ছা সহ ধন্যবাদ সুপ্রিয় রাসেলহাসান,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.