নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা বৃষ্টি হয়ে

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

সোনার চামচ রুপোর কাঠি
মাঠির পাত্রে সুখ
এ বেলাতে এসব খেয়ে
জুড়াও মনের দুঃখ ,

ক্ষিধে যদি পায় গো রাতে
মনের অতি নীচে
চাঁদের আলোয় মেঘের খাটে
দেবো সবই যেচে ,

সুখ সোনা তো ধরে মনে
রুপা ধরে দেহে
পাখ-পাখালি ডাকে বনে
কে যে কারে চাহে,

মাটি রাঙার রাঙ্গা ধুলো
সোনার অঙ্গে ঝরে
ভাটির দেশে নাও ভেসে যায়
মনটা নিয়ে কেড়ে ,

ঝিলে জলে শাপলা ফুটে
নদীর পানি মিঠে
বন পেরিয়ে নুপুর পায়ে
দুষ্টু ঝর্ণা ছুটে ,

পক্ষী-ডাকা বসত ভিটে
রাঁধো বাড়ো সুখে
স্বপ্ন জাগাও স্বপ্ন দেখাও
কন্যা হাসি মুখে ,

সোনার শস্য হিরক চরে
হাওয়া খেলে বন বাদাড়ে
বাংলা মায়ের আঁচল উড়ে
সবুজ সোনা ভরে ,

ফটিক ছড়ির সুন্দরপুরে
হালদা নদীর ঘাটে
পথ চেয়ে কে নয়ন জলে
ভাসে নদীর বাটে?

মানিক ছড়ির মানিক গুলো
কুড়িয়ে নিলে ভোরে
গাছ-গাছালির পুষ্প গুলো
অশ্রু হয়ে ঝরে ,

মেঘ বালিকা কুড়িয়ে নিলো
রোদের আঁচল ভরে
সুখ-স্বপ্নে গাঁথে মালা
পরতে দেবে কারে ?

স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
সূর্য-তাপে রেগে
মেঘ বালিকা বৃষ্টি হয়ে
ঝরে অনুরাগে।


.............................................

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

এহসান সাবির বলেছেন: চমৎকার ছন্দ.........!!

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

এম এ কাশেম বলেছেন:
অনেক ধন্যবাদ এহসান ভাই,
ভাল থাকুন।

২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩০

প্রফেসরস্‌ বলেছেন: স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
সূর্য-তাপে রেগে
মেঘ বালিকা বৃষ্টি হয়ে
ঝরে অনুরাগে।
I like it , i feel it ...
beautiful....

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

এম এ কাশেম বলেছেন:

Yes ,
You right,
best and sweet 4 lines of This poem.

Thanks for Comment.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.