নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
কলঙ্কিনী!
ওই যে ও পাড়ার
ঐ মেয়েটি
রূপসী ,
রূপজীবি
রূপ বেচে
যৌবন বেচে
দেহ বিকোয় জনে জনে,
লোভে
স্বভাবে
পেঠের দায়ে
ফাঁদে পড়ে
অথবা আটকে গেছে
প্রতারনার জালে ,
আকণ্ঠ নিমজ্জিত
কলঙ্কের চোরাবালিতে;
সোনার চান পিতলা ঘুঘু ওরে
যাবে নাকি ওই পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?
নারী ও মাদকে
কলঙ্ক জলে ডোবে
দুঃখ ভুলে সুখ কুঁড়োতে ?
একা তো আর
কলঙ্ক জলে যায় না ডোবা
ডোবতে হয় একসাথে
একান্তে দু'জনে
ফুর্তি কুড়োতে
সারা রাত ধরে……….
কলঙ্কিনী রূপসী
আবার ও কলঙ্কিত হলো
পেঠের দায়ে
সোনার শরীর বেচে
পয়সা নিলে ;
আর তুমি পুরুষ
মনের সুখে সাতাঁর কাটলে
পাপের জলে ,
সুখ স্নান শেষে
গা ঝাড়া দিয়ে
দু’টো কাগজের মোহর ফেলে
পাপ মুক্ত হয়ে
হয়ে গেলে মহান পুরুষ ;
অতঃপর লম্বা লম্বা পা ফেলে
ঘরের পুরুষ ঘরে এলে ফিরে ,
সোনা মুখ বউ সরলা
একান্তে কাছে এলে
তুমি ও টেনে নিলে বুকে ,
চাঁদ ভাঙ্গা চেহেরায়
আধ ভাঙ্গা ঢেউ তোলে
রসের ঠোঁটে চুমু খেয়ে
আদুরে গলায় বলো
শত ব্যস্ততার মাঝেও ওগো
তোমায় দেখতে এলাম বউ ,
তোমাকে না দেখলে যে
প্রাণ দুখ পুখু করে মরে
পেঠের ভাত চাল হয়ে যায়
ঘুম আসে না সারা রাত ধরে ,
মনটা কেমন কেমন যেন করে
এবার একটু শুতে দাও গো বউ
তোমার সোনার সোহাগী আঁচলে।
____________________________
১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান ভাই ,
ভাল থাকুন,
শুভ কামনা।
২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬
রাসেলহাসান বলেছেন: চমৎকার!
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ প্রিয় রাসেল হাসান,
ভাল থাকুন।
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১
সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লাগলো কাশেম ভাই।
কিছু টাইপিং মিস্টেক আছে, শুধরে নিলে চাঁদের কলঙ্ক দূর হয়।
শুভকামনা।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
এম এ কাশেম বলেছেন:
বলেছেন:
সম্ভাবত ,
ঠিক করে দিলাম,
আপনাকে ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫
এহসান সাবির বলেছেন: দারুন।