নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

সচকিত

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

দূর আকাশের নীলে চন্দ্রানন হেরি

বুঝে নেয় সকলে সুবোধে

আজ রাতে পৃথিবীর সবুজ পটে

জ্যোৎস্নার আলো জ্বলে জ্বলে গলে

আলোকমালা কত রং রূপ মাধুরী মিশিয়ে

অপরূপ একখানি চিত্র দেবে এঁকে

জোনাকীরা ও সাথী হবে রহস্য আঁধারে;

তোমার মুখে মোনালিসা হাসি

এতটাই নিখুদ প্রিয়া

অবোধ আলো ছায়া অন্ধাকরে

শুধু রহস্যই বাড়ায়,

আকুল আরধনা করে ও

পায়নি নাগাল কভু তার,

অনেক দূরের সমূদ্রে অতল গভীরে

সতর্ক পাহারায় রহস্য আঁধারে

সোনালী সিন্দুকে তালা মেরে

রূপালী কৌঠোয় সযত্নে রাখো

তোমার মায়াবী হৃদয়,

আমি শুধু বিস্ময়ে হতবাক কুহেলিকায়

আনন্দ অনুরাগ বিস্ময় বেদনা

কিছুই যেন বুঝি না

কিছুই দেখি না তোমার চেহেরায়

মোনালিসা হাসির নিখুদ রেখায়।







তবুও রোজ রাতে হায়

ইঁদুর বিড়াল খেলে যায়

তোমার চোখের অনিবার্য ইশারায়,

আমি থাকি সচকিত সদা

যাদু মায়া মন্ত্র জালে ঢাকা

সোনালী সিন্দুকের সতর্ক পাহারায়।











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর .....

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ বৃষ্টিধারা,
অনেক শুভেচ্ছা।

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০

এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশী হলাম,
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.