নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
অনিন্দ্য সুন্দর কাননে তোমার প্রভু আমি যে এক রত্তি অধম
আহ্লাদী দু'টি সোনার হৃদয় সোহাগে দোলে আবেগর অনুরাগে
দু' ফোটা নাপাক তরলে বীজ ফুটে একটি সোনার অন্কুর জাগে
রক্তের লাল নদী পার হয়ে প্রভু আলোর বিথানে বান্দা প্রথম
মুক্তির আকাঙ্খাতে ভক্তিতে বিনয়ে চুমেছিনু তোমারই কদম;
ফলে ফুলে জলে আকাশে বাতাসে এই পৃথিবীর যে দিকে তাকাই
পাহাড়ে সাগরে তাপে অপূর্ব অনুভবে হৃদয়ে পুলক জাগায়
চন্দ্র সূর্য নক্ষত্রে ভরা মহা বিশ্ব - সবি প্রভু তোমারই রহম ;
অন্ধকারে আলো জ্বেলে কে যেন হাকে শান্তির সমাচার অনুপম
বিশ্বাসের আলোয় উদ্ভাসিত হয় মানুষের অন্ধকার হৃদয়
চরিত্র মহত্বে, ক্ষমা ও ধৈর্য্যে মানুষ করে মানুষের মন জয়
আলোর পরশে হৃদয়ের পাথর গলে হয়ে যায় তরল মোম;
যে তোমারে চিনায়েছে প্রভু দেখেনি তাঁহারে, তাঁহার কদমে চুম
বিনীত প্রার্থনা - বিশ্বাসের বিথানে হোক অধমের অন্তিম ঘুম।
২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
শুভেচ্ছা