নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১)
পান্তা ভাতে ইলিশ ভুনা
শুটকি মাছের ভর্তা
নঁকশী আঁকা লাল পাঞ্জাবী
মেলায় যাবে কর্তা।
(২)
বোশেখ মেলায় মনের সুখে
নাগর দোলায় চড়ে
তাল পাতার এক পাখা হাতে
নাগর ফেরে ঘরে।
(৩)
বৈশাখ মাসে কাঁচা আম
জৈষ্ঠ্য মাসে পাকে
পান্তা ভাতে ইলিশ খাবে
অগ্নি মূল্য হাকে।
(৪)
ঈশান কোণে মেঘ উঠেছে
কাল বৈশাখী নাকি
ঘরের চালটা উড়ে যাবে
ডরে ভয়ে থাকি।
(৫)
চলে গেছে ফাগুন
ঝরে গ্রীষ্মে আগুন
মেঘ উঠে ঈশানে
বুক বাঁধে কৃষাণে ।
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই।
শুভ কামনা।
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯
অদৃশ্য বলেছেন:
বাহ্ চমৎকার হয়েছে...
শুভকামনা...
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ,
শুভ নব বর্ষ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথমটা ভালো লাগছে ভাই
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪
এম এ কাশেম বলেছেন:
যার যা ভালো লাগে,
শুভ কামনা,
শুভ নব বর্ষ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬
অন্ধবিন্দু বলেছেন:
চমৎকার হচ্ছে ছড়া !
ভালো লাগলো।
শুভ কামনা, কাশেম।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ অন্ধবিন্দু
শুভ নব বর্ষে শুভ কামনা।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
এহসান সাবির বলেছেন: দারুন।
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান ভাই
শভ নব বর্ষ
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জম্পেশ হইছে।