নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
তাকাতে না তাকাতেই আমি তোমার দিকে
চোখাচোখি হয়ে উঠলে মৌন হেসে
ডাকতে না ডাকতে আমি
এগিয়ে এলে একান্ত কাছে
হাত বাড়াতে না বাড়াতে
ধরা দিলে সোহাগের হাতে
সুখ স্বপ্নে বিভোর হয়ে তুমি
সোহাগ রঙিন স্বপ্ন দেখালে;
আর আমি কবুল কবুল বললে
খুশীর অনিন্দ্য ছলে তুমি
সোনার গহনায় সেজে
টুক্ টুকে লাল শাড়ী পরে
মেহেদী রাঙা হাতে
নকশী আঁকা রুমালে
কাজল কালো দু'টো আঁখি
মুছতে মুছতে আহা
অ-নে-ক অ-নে-ক কাঁদলে
স্বপ্ন বিভোর অভিসারী আহ্লাদে,
বাঁধ ভাঙ্গা কাতর কান্না হেরি তোমার
ব্যাথার গরলে তরল হলে গো হৃদয়
আমিও সেইদিন কাঁদলাম অ-নে-ক
তোমারই সাথে নিরবে নির্জনে গোপনে;
আর এ ভাবেই সে দিন আমার কান্নার যে সূচনা
থামবে কি না কোনদিন তা জানি না
জানতে আজ আর চাই ও না
আমার কান্নার মাঝে ওগো
মধ্যমনি হয়ে থেকো তুমি -
সুখ সোহাগের স্বপ্নীল গহনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫২
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ অন্ধবিন্দু,
শুভ কামনা।
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই মে, ২০১৪ সকাল ৭:৩১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
অন্ধবিন্দু বলেছেন:
খুশীর ছলে কাঁদা ! বেশ তো ...