নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মন পেলে দেহ

১১ ই জুন, ২০১৪ সকাল ১১:৪১

নিস্কাম প্রেম – সে তো জানি থাকে শুধু কবির অলিক কল্পণায়

কামহীন প্রেম কল্পাশ্রয়ী, কাম্য নহে নশ্বর দেহ বুঝি তাই ,

কল্প-রাজ্যে মন অবিনশ্বর সে যে স্বপ্নের এক অলীক যাদু

অলিক প্রেমে মজে মতিভ্রম কিছু সংসার ত্যাগী সাধু,

লৌকিক প্রেমে দেহ-মন-কাম সমান্তরালে হেসে খেলে যায়

সোহাগের হাত ধরে স্বপ্নের অধঁরে গো অযুত চুমুর পশরায়

সুখ-শিহরণে পাশাপাশি হাটে অলৌকিক স্বপ্নের ভিতর

মূদ্রার ওপিঠ নেচে কহে -উল্ঠে দেখো মোর সোনালী গতর ;







বৃক্ষ জড়িয়ে গুল্ম যে ছুঁ’তে চাই দূর ঐ আকাশ নীলিমা

মন পেলে দেহ মানে কি কভু মাটির সীমা-পরিসীমা ?

মন ও যে ছুঁ’তে চাই ঐ সুদূরের নীল, নীল প্রজাপতি হয়ে

দেহ যে মাতাল ওগো বসন্ত রাতে স্বপ্নের ছোঁয়া পেয়ে

দেহ-মন তাই পাশাপাশি হায় এক সাথে এক স্বপ্নের বিছানায়

সোহাগী কামনাতে জড়াজড়ি ধরি সুখ-স্বপ্নে ঘুমায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৫

এহসান সাবির বলেছেন: কই হারালেন কবি?

কতদিন পর কবিতা পেলাম।

কেমন আছেন ভাই?

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭

এম এ কাশেম বলেছেন:
ভাল আছি এহসান ভাই,

আপনি কেমন আছেন?

শুভ কামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

এম এ কাশেম বলেছেন: আমার “মন পেলে দেহ” কবিতাটি আমার নাম ছাড়া বা অনুমতি ছাড়া just love Tar নিজের টাইম লাইনে ছাপিয়ে দি্যেছে।
কি করি বলুন……………..
নীচে তাহার আই ডি দিয়ে দিলাম , চেক করে দেখতে পারেন,

তার টাইম লাইনে আমি নীচের প্রতিবাদ লিখে দিয়েছি-

আমার লেখা কবিতা আমার অনুমতি কিংবা নাম ছাড়া
আপনার টাইম লাইনে ছাপালেন? পারলে দু কলম নিজে
লিখেন , আরেক জনের কবিতা অনুমতি ছাড়া নিজের
নামে ছাপাবেন না। চুরি করে সাহিত্যিক বা কবি হওয়া যায় না।

https://www.facebook.com/pages/Just-Love/169876209778576

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.