নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
১.
এই ঝুম বর্ষার কালে
বৃষ্টি ভেজা তোমার চুলে
সুবাস ছড়ায় কদম ফুলে।
২.
ভরা বরষার কালে
বাজায় বাঁশী কদম তলে
সখী -তোমায় দেখার ছলে।
৩.
বর্ষার আকাশে কালো মেঘ উড়ে
কত কদম ফুল ফুটে আর ঝরে
কেন সখী তুমি আসিলে না ফিরে?
৪.
তুমুল বর্ষার বৃষ্টিতে ভিজি
চলো সোনালী কৈশোর খুঁজি
সোহাগী বন্ধনে হও যদি রাজি।
৫.
বর্ষার জলে থৈ থৈ নদী নালা বিল
সোনার ফসল নিয়ে গেছে চিল
দেখো ঐ ভুখা নাঙ্গা মানুষের মিছিল।
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:১৯
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ রুবাইয়াত নেওয়াজ,
আবশ্যই চেষ্টা করবে
পড়ার অপেক্ষায় রইলাম।
২| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৭
এহসান সাবির বলেছেন: সুন্দর।
২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২৫
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ এহসান ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৯
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাইকু, অসাধারণ হইছে, আমিও চেষ্টা করব।